ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি;###;মিহির রঞ্জন তালুকদার

উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্পেশাল মডেল টেস্ট-২

প্রকাশিত: ০৬:০০, ২১ মার্চ ২০১৭

উচ্চ মাধ্যমিক পরীক্ষার স্পেশাল মডেল টেস্ট-২

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট। পরীক্ষক : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেট মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা অতি নিকটবর্তী, আশা করি এর মধ্যেই তোমাদের সিলেবাস সম্পূর্ণ হয়েছে। এখন নিজেকে যাচাই করার পালা। তাই আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনি অংশের একটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। আগে নিজে নিজে প্রশ্নের উত্তর লিখে নেবে এবং পরে সঠিক উত্তরের সাথে মিলিয়ে নেবে। নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও : বাংলাদেশকে এখন বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দেশ। তাই জনাব রাশেদ আলীসাহেব চিন্তা করলেন তাঁর কোম্পানিটিও এর আওতায় নিয়ে আসবেন তাই তিনি কোম্পানির সিকিউরিটি সিস্টেম উন্নত করেছেন। এখন এখন সকল কর্মকর্তা কর্মচারীদের নিজেদের উপস্থিতি জানান দিতে হয় চোখের রেটিনা দিয়ে। ১। উদ্দীপকের নিরাপত্তার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ক. বায়োইনফরম্যাটিক্স খ. রোবটিক্স গ. ক্রায়োসার্জারি ঘ.বায়োমেট্রিক্স ২। উদ্দীপকের যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেখানে চোখের রেটিনা ছাড়াও তারা ব্যবহার করতে পারে র. কণ্ঠস্বর রর. ফিঙ্গার প্রিন্ট ররর. মাথার চুল নিচের কোনটি সঠিক? ক. র ও রর. খ. র. ও ররর. গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৩। ফটোডিটেক্টরের কাজ কী? ক. অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা খ. ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা গ. বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা ঘ. আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা ৪। শরীরবৃত্ত বায়োমেট্রিক্স হলো? র. ফিঙ্গার প্রিন্ট রর. ডি এন এ ররর. ব্যক্তির আচরণ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৫। ডি এন এ ম্যাপিং ও এনালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয়? ক. জেনেটিক ইঞ্জনিয়ারিং খ.বায়োমেট্রিক্স গ. বায়োইনফরমেটিক্স ঘ.ন্যানোটেকনোলজি নিচের তথ্যের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও : রহপষঁফব<ংঃফরড়.য> গধরহ() { ভষড়ধঃ হ; চৎরহঃ(“ঊহঃবৎ ঃযব ঘঁসনবৎ.”) ংপধহভ(“%ফ”, ্হ); ৬। প্রোগ্রামে ডিক্লেয়ার করা ভষড়ধঃ হ এর একক কী? ক. সেন্টমেন্ট খ. ধ্রুবক গ. ভেরিয়েবল ঘ. লাইব্রেরি ফাংশন ৭। উদ্দীপকের ভুল এর সংশোধনী কোনটি? ক. % খ. %২ভ গ. %২.২প ঘ. %.২ী ৮। অবজেক্ট অরিয়েন্টেড ভাষা হলো? র. ঈ রর. ঈ++ ররর. ঔধাধ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৯। সুডো শব্দের অর্থ কী? ক. শৃঙ্খলা খ. পদ্ধতি গ. ক্রুটি ঘ. ছদ্ম ১০। ডোমেইন নেম হলে কী? ক. সাইটের স্বতন্ত্র নাম খ.সার্ভারের নাম গ. ওয়েব ফাইলের নাম ঘ. কোডিং ১১। এইচটিএমএল ট্যাগের প্রধান অংশ কয়টি থাকে? ক. ২টি খ.৩টি গ.৪টি ঘ.৫টি ১২। হাইপার লিংক হচ্ছে র. একাধিক ফাইলের সংযোগ রর. একাধিক ওয়েব পেজের সংযোগ ররর. একাধিক ফিল্ডের সংযোগ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৩। ‘৯১’ এর ইঈউ কোড কত? ক. ১০০১০০১ খ. ১১১১১১১১ গ. ০১১১০১১ ঘ. ১০১১০০১ ১৪। উপরের কোন চিত্রটি ঢঘঙজ গেইটের প্রতীক? ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪ নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও। ১৫। উপরের চিত্রের আউটপুট কোনটি? ক. ঢ = খ. ঢ = গ. ঢ = অ + ই ঘ. ঢ = ১৬। উপরের চিত্রে আউটপুট ১ পেতে হলে ইনপুট হবে- র. অ = ০, ই = ১ রর. অ = ১, ই = ১ ররর. অ = ১, ই = ০ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ১৭। শিক্ষক ছাত্রকে রোল নম্বর লিখতে বলায় সে লিখল (১০১১)২। দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নম্বর কত হবে? ক. ৫ খ.১১ গ.১৬ ঘ.১৭ ১৮। ৩এ ফোনের সুবিধা কোনটি? ক. ভয়েস কল খ. মেসেজিং গ. টেলিকনফারেন্স ঘ. ভিডিও কল ১৯। কোনটি ঘবঃড়িৎশ ঞৎড়ঢ়ড়ষড়মু? ক. খঅঘ খ. গঅঘ গ. ইটঝ ঘ. ডঅঘ ২০। ব্লটুথের ব্যান্ডউইথ কত? ক. ১.৩ এঐু খ. ৮০০ গঐু গ. ২.৪৫ এঐু ঘ. ৪০০ গঐু ২১। ই-কমার্স, ই-মেইল, অন লাইন শপিং ইত্যাদি কোন নেটওয়ার্কের আওতাধীন? ক. খঅঘ খ. গঅঘ গ. ডঅঘ ঘ. চঅঘ ২২। ডর-ঋর এবং ডর-গধী এর মধ্যে পার্থক্য হচ্ছে- র. নেটওয়ার্কের সীমানায় রর. ডেটা ট্রান্সমিশনে ররর. ডেটা ট্রান্সমিশন মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ২৩। ঝছখ কুয়েরিতে সবকটি ফিল্ড নির্বাচন করতে নিচের কোনটি লিখতে হবে। ক. ঝঊখঊঈঞ অখখ খ. ঝঊখঊঈঞ* গ. ঝঊখঊঈঞ** ঘ. ঝঊখঊঈঞ অখখ ঋওঊখউঝ ২৪। ছঁবৎু এর সাথে সম্পর্কিত কোনটি? ক. ঝছখ খ. ঝড়ৎঃরহম গ. ওহফবীরহম ঘ. উধঃধ বহপৎুঢ়ঃরড়হ ২৫। ডেটা এনক্রিপ্ট করার পদ্ধতি হলো ক. সিজার কোড খ. উঊঝ গ. ওউঊঅ ঘ. ঝছখ উত্তর ঃ ১ ঘ, ২ ক, ৩ ঘ, ৪ ক, ৫ ক, ৬ গ, ৭ খ, ৮ গ, ৯ ঘ, ১০ ক, ১১ গ, ১২ ক, ১৩ ক, ১৪ খ, ১৫ গ, ১৬ ঘ, ১৭ খ, ১৮ ঘ, ১৯ গ, ২০ গ, ২১ গ, ২২ ক, ২৩ খ, ২৪ ক, ২৫ ক।
×