ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুকান্তের আবৃত্তি এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৫:৫৮, ২১ মার্চ ২০১৭

সুকান্তের আবৃত্তি এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ নোবেলজয়ী সাহিত্যিক পাবলো নেরুদার কিছু প্রেমের কবিতা নিয়ে সুকান্তের চতুর্থ এ্যালবাম ‘তোমার ছায়া খুঁজে ফিরি’। বিশ শতকের বিভিন্ন অঞ্চলের কবিদের প্রেমের কবিতা সন্নিবেশিত হয়েছে সুকান্তের পঞ্চম এ্যালবাম ‘দীর্ঘ রাতের কথকতা’। শুক্রবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরীর সেমিনার হলে চিত্রকল্প, অগ্নিবীণা প্রকাশনা এবং শ্রুতি-সিলেটের আয়োজনে আবৃত্তি এ্যালবাম দুটির প্রকাশনা এবং ‘প্রিয়তমাসু যখন রাত নামবে’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আশরাফুল আলম, আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য বেলায়েত হোসেন, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা, নজরুল সঙ্গীত শিল্পী শারমিন স্বাতী ময়না, বুলবুল চৌধুরী, আবৃত্তি শিল্পী নাজমুল আহসান, মজুমদার বিপ্লব, জি সিরিজ ও অগ্নিবীণার স্বত্বাধিকারী নাজমুল হক ভূইয়া, অভিনেত্রী শানারৈ শানু, আহসান উল্লাহ তমাল প্রমুখ। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করবেন নায়লা তারান্মুম কাকলী, বেলায়েত হোসেন, রূপা চক্রবর্তী, আশরাফুল আলম, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং সুকান্ত গুপ্ত। আবৃত্তির নতুন প্রজন্মের উত্তোরাধিকারী এবং পরিধি বিস্তারকারী শিল্পী সুকান্ত যিনি সাংগঠনিক চর্চায় সমুজ্জ্বল ছোটবেলা হতেই। নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। জন্ম সিলেট শহরে। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রসহ বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদ পাঠক হিসেবে কাজ করছেন। সুকান্ত বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন শ্রুতি সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক। শুদ্ধ ধারায় সাহিত্য সংস্কৃতি চর্চায় নিরলস কাজ করে যাচ্ছেন।
×