ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খণ্ড নাটক ‘উৎসর্গ’

প্রকাশিত: ০৫:৫৭, ২১ মার্চ ২০১৭

খণ্ড নাটক ‘উৎসর্গ’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হলো খ- নাটক ‘উৎসর্গ’। আবু সুফিয়ানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার সুমন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুর নূর সজল, নাদিয়া নদী, নাসিমা খান প্রিমা, বাদলসহ আরও অনেকে। নাটকের গল্পে দেখা যাবে একটি কর্পোরেট অফিসে চাকরি করে অপূর্ব, সুবর্ণা ও ইশানা। অনেকদিন ধরেই অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ও ফাইলের সঙ্গে অপূর্বর কাছে একটা করে চিরকুট আসে। তাতে লেখা থাকে ভাললাগা ভালবাসার কথা। কিন্তু কে দিচ্ছে তার পরিচয় মেলে না। সুবর্ণা আর অপূর্ব ভার্সিটি থেকেই ভাল বন্ধু তার কথা ভাবাই যায় না। আর আছে ইশানা তার মাঝে তেমন কোন কিছু লক্ষণ দেখা যায় না। আরও কিছু মেয়ে আছে অফিসে। তাই সব সময় একটা চিন্তা কাজ করে অপূর্বর মাঝে। একদিন সেই চিরকুটে লেখা থাকে মেয়েটি লাল শাড়ি পরে আসবে। বিষয়টি জানতে পেরে ওইদিন খুব সকালে অফিসে চলে আসে অপূর্ব। অফিসে এসে ঘুমিয়ে পড়ে অপূর্ব। পিওন এসে অপূর্বকে খবর দেয় ইশানা লাল শাড়ি পরে এসেছে। বিষয়টি জানতে পেরে অপূর্ব খুশি হয়ে গোলাপ দিয়ে প্রপস করে। কিন্তু এক সময় দেখা যায় সুবর্ণাও লাল শাড়ি পরে এসেছে। ইশানাকে ফুল দেয়া দেখে চলে যায় সুবর্ণা। রাতে ফোনে জানায় ও গ্রামের বাড়িতে যাচ্ছে তার বাবা বিয়ে ঠিক করেছেন। অপূর্বর মন খারাপ হয়ে যায়। চলে আসে পরিবর্তন। মিস করে সুবর্ণাই সব কিছু। ইশানা এই বিষয়গুলো খেয়াল করে বুঝতে পারে অপূর্ব সুবর্ণাকে ভালবাসে। আর সুবর্ণাও অপূর্বকে। তাই ইশানা অস্বীকার করে যে সে কোন ফুল ইশানা দেয়নি। নিজের প্রেম ভালবাসা সে অন্যের জন্য উৎসর্গ করে। এভাবেই এগিয়ে চলে ‘উৎসর্গ’ নাটকের গল্প।
×