ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসের জয়, বুফনের কীর্তি

প্রকাশিত: ০৫:৪৯, ২১ মার্চ ২০১৭

জুভেন্টাসের জয়, বুফনের কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি নতুন রেকর্ড গড়লেন জিয়ানলুইজি বুফন। ইতালিয়ান সিরি’এ লীগের জায়ান্ট ক্লাব জুভেন্টাসের হয়ে সবচেয়ে বেশি মিনিট খেলার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। রবিবার রাতে সাম্পদোরিয়ার বিপক্ষে মাঠে নামে তার দল। শেষ পর্যন্ত সেই ম্যাচে জুভেন্টাস ১-০ গোলে হারায় সাম্পদোরিয়াকে। আর এই ম্যাচেই রেকর্ডটি ভাঙ্গেন ৩৯ বছর বয়সী ইতালির এই গোলরক্ষক। ম্যাচের শুরুতেই কলম্বিয়ার মিডফিল্ডার হুয়ান কুয়াদার্দোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। এই ম্যাচের সৌজন্যেই সিরি’এ লীগে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড গড়লেন তিনি। জুভেন্টাসের হয়ে বুফন খেলেছেন ৩৯,৬৮১ মিনিট। এরআগে জুভেন্টাসের হয়ে ইতালির শীর্ষ লীগে ৩৯ হাজার ৬৮০ মিনিট খেলে রেকর্ডটির মালিক ছিলেন জামপিয়েরো বোনিপের্তি। ১৯৪৬ থেকে ১৯৬১ সাল পর্যন্ত সিরি’এ লীগের অন্যতম সফলতম দলটির হয়ে খেলেছিলেন ইতালির সাবেক এই স্ট্রাইকার। ২০০১ সালে জুভেন্টাসে যোগ দেন বুফন। এরপর থেকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। বয়সে উনচল্লিশকে ছাড়িয়ে গেলেও গোলপোস্টের নিচে এখনও অতন্দ্র প্রহরীর নাম বুফন। জুভেন্টাসের হয়ে এখন পর্যন্ত সাতটি সিরি’এ লীগ শিরোপা জিতেছেন তিনি। গত কয়েক মৌসুম ধরে রাজত্ব করা জুভেন্টাস এবারও ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। সাম্পদোরিয়াকে হারিয়ে অষ্টম শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়েছেন তিনি। মৌসুমের প্রথম ২৯ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট নিয়ে বর্তমানে লীগ টেবিলের শীর্ষে আছে জুভেন্টাস। তাই টানা পাঁচবার লীগ শিরোপা জেতাটা যেন এখন তাদের জন্য কেবলই সময়ের ব্যাপার। রবিবার দিনের অন্য ম্যাচে সাসাওলোকে ৩-১ গোলে হারিয়েছে রোমা। এই ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার কারণে তাদের অবস্থান এখন দুইয়ে। তাদের সংগ্রহে ৬৫ পয়েন্ট। সিরি’এ লীগের তৃতীয় স্থানে রয়েছে নেপোলি। এদিন তারা ৩-২ গোলে পরাজিত করেছে এম্পোলিকে। আজ থেকে শুরু বধির টি২০ এশিয়া কাপ স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচটি দেশের অংশগ্রহণে আজ থেকে শুরু হবে বধির টি২০ এশিয়া কাপ টুর্নামেন্ট। এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে মিরপুর সিটি ক্লাব মাঠে। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। জাতীয় বধির ক্রিকেট দলের কোচ আনিসুল ইসলাম ভুঁইয়া আশা করছেন চ্যাম্পিয়ন হওয়ার। তিনি বলেন, ‘মাত্র একমাস কাজ করে দলের মধ্যে অনেক প্রতিভা দেখতে পেয়েছি। আশা করছি এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। দলের সেরা ক্রিকেটার আকিব মাহমুদ দ্বিতীয় বিভাগে গুলশান ইয়ুথ ক্লাবে খেলার সুযোগ পেয়েছিল।’ আজ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ বধির ক্রিকেট দল। এরপর ২২, ২৩ ও ২৮ মার্চ যথাক্রমে পাকিস্তান, ভারত ও নেপালের বিরুদ্ধে খেলবে স্বাগতিকরা।
×