ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ জয় ক্রিকেটারদের পরিশ্রমের ফসল ॥ হাতুরাসিংহে

প্রকাশিত: ০৫:৪৭, ২১ মার্চ ২০১৭

এ জয় ক্রিকেটারদের পরিশ্রমের ফসল ॥ হাতুরাসিংহে

স্পোর্টস রিপোর্টার ॥ গল টেস্টে হারের পর দারুণ হতাশ হয়েছিলেন চান্দিকা হাতুরাসিংহে। ভেবেছিলেন এক রকম হয়েছে অন্যরকম। ভেবেছিলেন এবার শ্রীলঙ্কা সফরে দারুণ কিছু করবে দল, উল্টো বাজে নৈপুণ্য দেখিয়ে হেরে গেছে মুশফিকুর রহীমরা। তাই বেশ কষ্ট পেয়েছিলেন এবং মনঃক্ষুণœও হয়েছিলেন। তবে পি. সারা ওভালে কোচ হাতুরাসিংহের সব কষ্ট ভুলিয়ে দিয়েছে মুশফিকবাহিনী। দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা। এর পেছনে ক্রিকেটারদের পরিশ্রমই বড় ভূমিকা রেখেছে। গল টেস্টের ভুল শুধরে নিতে ক্রিকেটাররা তৎপর ছিল নিজে থেকেই। বিষয়গুলো পর্যবেক্ষণ করে দারুণ খুশি হাতুরাসিংহে। এখন শিষ্যদের ওপর সন্তুষ্ট জাতীয় দলের এ কোচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে এর আগে ১৭ টেস্ট খেলে একবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পারেনি বাংলাদেশ দল। ড্র করতে পেরেছে মাত্র দুটি ম্যাচ। কিন্তু হাতুরাসিংহে এবার শ্রীলঙ্কা সফরে জয়ের ব্যাপারে ছিলেন আত্মবিশ্বাসী। কিন্তু তার চিন্তা অনুসারে ক্রিকেটাররা মাঠে তার সঠিক প্রয়োগ দেখাতে পারেননি। যার কারণে গল টেস্টে হারতে হয়েছে। এরপর দারুণ হতাশ হয়ে হাতুরাসিংহে বলেছিলেন, ‘এই দলটিকে নিয়ে এখনও বড় কিছু আশা করা যায় না। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ দল নিজেদের পায়ের নিচে মাটি খুঁজে বেড়াচ্ছে।’ তবে গল টেস্টে হারের পর তিনি দেখেছেন ক্রিকেটাররা নিজেদের মধ্যে অনেক বেশি আলোচনা করেছে, চেষ্টা করেছে ভুলগুলো শুধরে নিতে। সেই সঙ্গে অনুশীলনেও বেশি বেশি শ্রম দিয়েছে। এ কারণেই ঐতিহাসিক শততম টেস্টে জয় তুলে নিতে পেরেছে টাইগাররা। এ বিষয়ে হাতুরাসিংহে বলেন, ‘ছেলেদের পারফর্মেন্সে আমি ভীষণ খুশি। জয়ের জন্য তারা কঠোর পরিশ্রম করেছে। গল টেস্ট হারের পর নিজেরা সভা করেছে। নিজেদের ভুলগুলো নিয়ে নিজেরাই আলোচনা করেছে। এটা খুবই ইতিবাচক দিক ছিল। আমি মনে করি শুধু এসব কারণেই এই জয় এসেছে।’ দারুণ অর্জনের ম্যাচেও কিছু মুহূর্ত থাকে অস্বস্তির। তামিম ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের পথটাকে সুগম করেছেন। কিন্তু তিনি আউট হয়ে যাওয়ার পর দারুণ বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে হাতুরাসিংহেকে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি হতাশ ছিলাম, তার এই ধরনের আউটে। ওই সময়ে সিঙ্গেল নেয়ার সুযোগ ছিল। কিন্তু তামিম আক্রমণে যেতে চেয়েছিল।’ ম্যাচে আরও কিছু বিশেষ দিক ছিল ইতিবাচক। আর ওই ব্যাপারগুলোই ম্যাচে বাংলাদেশের অবস্থানকে সুদৃঢ় করেছে। দ্বিতীয় ইনিংসে পেসার মুস্তাফিজুর রহমানের একটি দারুণ স্পেলটাকেও টার্নিং পয়েন্ট মনে করেন বাংলাদেশ কোচ। ওই স্পেলে ৭ ওভার বোলিং করে ‘কাটার বয়’ তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। হাতুরাসিংহে বলেন, ‘আমি মনে করি মুস্তাফিজের ওই স্পেলেই আমরা ম্যাচে ফিরি। সে কঠিন মুহূর্তে দারুণ বল করেছে, যা অবশ্যই ম্যাচের টার্নিং পয়েন্ট।’
×