ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভেসনিনার মুখে শিরোপার হাসি

প্রকাশিত: ০৫:৪৬, ২১ মার্চ ২০১৭

ভেসনিনার মুখে শিরোপার হাসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জিতেছেন এলিনা ভেসনিনা। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রাশিয়ার এই টেনিস তারকা। রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৫ নাম্বারে থাকা এই তারকা ৬-৭ (৬/৮), ৭-৫ এবং ৬-৪ সেটে পরাজিত করেন তারই স্বদেশী সভেতলনা কুজনেতসোভাকে। টেনিসের এলিট প্রিমিয়ার ম্যান্ডেটরি পর্যায়ে এটাই তার সবচেয়ে বড় অর্জন। এমন জয়ে তাই দারুণ রোমাঞ্চিত এলিনা ভেসনিনা। তবে স্বদেশী সভেতলনা কুজনেতসোভার বিপক্ষে জয়টা খুব সহজে আসেনি ভেসনিনার। প্রথম সেটে কঠিন লড়াইয়ের পরও হার মানেন তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান। সেই তুলনায় তৃতীয় সেটটা অবশ্য একটু সহজেই নিজের করে নেন তিনি। সবমিলিয়ে দীর্ঘ তিন ঘণ্টা ১ মিনিট লড়াইয়ের পর জয়ের হাসি ফোটে এলিনা ভেসনিনার মুখে। অথচ গত বছর এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েছিলেন তিনি। তাই এবার শিরোপা নিজের শোকেসে তুলতে পেরে দারুণ রোমাঞ্চিত এই টেনিস তারকা। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের ১৪তম বাছাই ভেসনিনা বলেন, ‘এখন আমি বলতেই পারি যে, টেনিস আসলেই চমৎকার।’ এ সময় তিনি আরও বলেন, ‘কোর্টে আমি কখনই হাল ছাড়িনি। দীর্ঘসময় কোর্টে টিকে থাকার জন্য সবধরনের চেষ্টাই করেছি। ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও আমি নিজেকে বলেছি যে, হারানোর কিছুই নেই আমার। তাই প্রতিটি গেম এবং প্রত্যেকটি পয়েন্টের জন্যই লড়াই করেছি। কারণ আমি জানতাম সে আমাকে কখনই ছেড়ে কথা বলবে না।’ এটাকে অলৌকিক বলেও মন্তব্য করেছেন ভেসনিনা। এ বিষয়ে তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি শিরোপা জিতেছি এটা তো সবার কাছেই অলৌকিকের মতো মনে হতে পারে। কেননা আমি মনে করি টুর্নামেন্টের শুরুতে কেউই ভাবেননি যে এখানে আমি চ্যাম্পিয়ন হতে পারব। আমি নিজেই তো নিজেকে নির্বাচন করতে পারছিলাম না। যখন ফাইনালে প্রতিপক্ষ হিসেবে সভেতলনাকে পেয়েছি জানতাম সে-ই ফেবারিট কিন্তু তাকে নিয়ে আমি মোটেই ভিত ছিলাম না। আমার লক্ষ্য ছিল শুধুই শিরোপা জেতা এবং শেষ পর্যন্ত সেটাই করতে পেরেছি। এতে আমি সত্যিই খুব আনন্দিত।’ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষসারির সব তারকাই পারফর্ম করেন এই টুর্নামেন্টে। এলিনা ভেসননিাকেও লড়াই করতে হয়েছে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। শেষ ষোলোতে তো দুর্দান্ত ফর্মে থাকা এ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে রীতিমতো চমকে দেন তিনি। কেননা গত বছর দুটি গ্র্যান্ডসøাম জেতা এই জার্মান তারকা তো টেনিস কোর্টে দোর্দ- প্রতাপে রাজত্ব করছে। ইন্ডিয়ান ওয়েলসের পর নতুন করে প্রকাশিত র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান দখল করবেন তিনি। মূলত বিএনপি পরিবাস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেয়ার কারণে সেরেনা উইলিয়ামসের জায়গা এক নাম্বার স্থানটি দখল করে নিবেন স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। শুধু এ্যাঞ্জেলিক কারবারই নন, কোয়ার্টার ফাইনালে ভেসনিনা পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন ভেনাস উইলিয়ামসকেও। আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছেন। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে ছোট বোন সেরেনা উইলিয়ামসের কাছে হার মানেন তিনি। কারবার-ভেনাসের পর সেমিফাইনালে ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন ভেসনিনা। যেখানে তার প্রতিপক্ষ হয়ে আসেন সভেতলনা কুজনেতসোভা। কিন্তু শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ে স্বদেশী কুজনেতসোভার বিপক্ষেও জয় তুলে নেন তিনি। এই নিয়ে তিনবার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে জায়গা করে নিয়েও শিরোপার দেখা মিলল না তার। যা খুবই হতাশার। এর আগে ২০০৭ এবং ০৮ সালে টানা দুইবার এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছিলেন তিনি। তারপরও হতাশ নন কুজনেতসোভা। ম্যাচ শেষে জানান, ‘এখানে আবারও ফাইনাল খেলেছি এটাও আমার কাছে অনেক কিছু।’
×