ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দূষণ রোধে উল্লম্ব বাগান

প্রকাশিত: ০৫:৪২, ২১ মার্চ ২০১৭

দূষণ রোধে উল্লম্ব বাগান

ভারতের কর্নাটক প্রদেশের রাজধানী ব্যাঙ্গালুরু ‘গার্ডেন সিটি’র উপাধি দাবি করতে চলেছে। সেখানকার ‘সে ট্রিস’ নামের একটি গ্রুপ শহরবাসীকে উল্লম্ব বাগানের ধারণা দিয়েছে। তাদের উদ্দেশ্য পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী কিছু করা। গত শুক্রবার তারা শহরের একটি ফ্লাইওভারের একটি পিলারে উল্লম্ব বাগান সংযুক্ত করে। ‘সে ট্রিস’ নামের এ এনজিওর আশা, এতে শহরের দূষণ হ্রাস পাবে, পাশাপাশি সৌন্দর্যও বাড়বে। ব্যাঙ্গালুরুর বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনব উদ্যোগের ব্যাপক প্রশংসা করছেন। সে ট্রিস ফেসবুক পোস্টে জানিয়েছে, ইতোমধ্যে দশটি প্রজাতির সাড়ে তিন হাজারের বেশি চারাগাছ বাগানে রোপণ করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে ড্রিপ (ফোঁটায় ফোঁটায়) সেচ পদ্ধতিতে প্রতিদিন এসব চারায় পানি দেয়া হবে। এতে গাছগুলো গরমে মরবে না। সংস্থাটির স্বেচ্ছাসেবকরা চারাগুলোর দেখভাল করবেন। পিলারজুড়ে এ বাগানের নক্সা এমনভাবে করা, যাতে এর নান্দনিক মান বাড়ে। সে ট্রিস জানিয়েছে, তাদের লক্ষ্য নয় কিলোমিটারের বেশি দীর্ঘ হোসুর রোড ফ্লাইওভারটির প্রতিটি পিলারে অনুরূপ উল্লম্ব বাগান গড়ে তোলা। সে ট্রিস বলছে, বায়ুদূষণ ও তাপ হ্রাসের পাশাপাশি উল্লম্ব বাগান পাখি ও উপকারী কীটপতঙ্গের আবাসও গড়ে তুলবে। এনডিটিভি
×