ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরার খালেকসহ ৪ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

প্রকাশিত: ০৫:৪০, ২১ মার্চ ২০১৭

সাতক্ষীরার খালেকসহ ৪ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আবদুল খালেক ম-লসহ চার রাজাকারের বিরুদ্ধে প্রসিকিউশন থেকে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি আমলে গ্রহণ করা সংক্রান্ত আদেশের জন্য ২৪ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে রাজশাহীর পুঠিয়ার কুখ্যাত রাজাকার আবদুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে মুসা ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এ মামলার পরবর্তী দিন ১৩ জুন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন ও প্রসিকিউটর জাহিদ ইমাম। আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান। সাতক্ষীরার মামলায় চার আসামির মধ্যে সদর উপজেলার খলিলনগর গ্রামের খালেক ম-ল ওরফে জল্লাদ খালেক (৭২) গ্রেফতার হয়ে কারাগারে আছেন। পলাতক দুই আসামি হলো একই উপজেলার দক্ষিণ পলাশপোল গ্রামের খান রোকনুজ্জামান (৬৪) ও বৈকাবি গ্রামের জহিরুল ইসলাম ওরফে টেক্কা খান (৬৫)। অন্যদিকে জামিনে আছেন বুলারটি গ্রামের এম আহুল্লাহ আল বাকি (১০৩)। আসামিদের বিরুদ্ধে হত্যা, আটক, শারীরিক নির্যাতন ও ধর্ষণের সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬ জনকে হত্যা, ২ জনকে ধর্ষণ, ১৪ জনকে শারীরিক নির্যাতনের অভিযোগ। অভিযোগে বলা হয়েছে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনী গঠন করে এর নেতৃত্ব দেন খালেক ম-ল। এরপর অন্য আসামিদের নিয়ে তৎকালীন সাতক্ষীরা সদর মহকুমা এলাকায় এসব মানবতাবিরোধী অপরাধ করেন। আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ৭ আগস্ট থেকে তদন্ত শুরু করে তা গত ৫ ফেব্রুয়ারি শেষ হয়। একজন তদন্তকারী কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষীসহ মোট ৬০ জন সাক্ষী সাক্ষ্য দেবেন এ মামলায়। উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ জুন ভোরে সাতক্ষীরা সদর উপজেলার খলিলনগর মহিলা মাদ্রাসায় নাশকতার জন্য কয়েকজন সহযোগীকে নিয়ে গোপন বৈঠকের অভিযোগে আবদুল খালেক ম-লকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ২৫ আগস্ট আবদুল খালেক ম-লের বিরুদ্ধে সাতক্ষীরায় দায়ের করা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার মধ্যে শহীদ মোস্তফা গাজী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল। শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম আলীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে ২০০৯ সালের ২ জুলাই খালেক ম-লের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করেন শহীদ রুস্তম আলীর ছেলে নজরুল ইসলাম গাজী। মুসা কারাগারে ॥ রাজশাহীর পুঠিয়ার কুখ্যাত রাজাকার আবদুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে মুসাকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে অন্য মামলায় মুসা গ্রেফতার হন। পুঠিয়ার বাঁশবাড়িয়া, পশ্চিমভাগ ও গোটিয়া গ্রামের আদিবাসী ও বাঙালীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত করছে তদন্ত সংস্থা। মুসার হাতে নিহত পশ্চিমভাগ গ্রামের শহীদ সামাদের স্ত্রী রাফিয়া বেগমের দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
×