ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজহাঁসের উঁকি

প্রকাশিত: ০৪:৫৪, ২১ মার্চ ২০১৭

রাজহাঁসের উঁকি

জার্মানির ফ্রাংকফুর্টে সোমবার ঝোপঝাড়ের কোনায় গ্রেল্যাগ প্রজাতির একটি রাজহাঁস উঁকি দিচ্ছে। এরা বড় প্রজাতির। এদের পালক ধূসর ও সাদা। ওজন পাঁচ কেজি পর্যন্ত হয়। এরা ইউরোপ ও এশিয়ায় উন্মুক্ত স্থানে চড়ে বেড়ায়। শীতকালে দক্ষিণে উষ্ণ স্থানে চলে আসে। আবার বসন্তকালে উত্তরে ফিরে ডিম পাড়ে ও বাচ্চা ফোটায় -এএফপি পুষ্টিহীনতা সোমালিয়ায় চলছে তীব্র খরা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বে এলাকায় একটি হাসপাতালে চরম পুষ্টিহীনতায় ভোগা এক শিশু। খরার কারণে বাস্তুচ্যুত শিশুদের জন্য অবশ্য ইউনিসেফ স্বাস্থ্য কর্মসূচী হাতে নিয়েছে। ওই এলাকায় কলেরাও ছড়িয়ে পড়েছে। প্রাণহানি হয়েছে অনেক -এএফপি
×