ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফুটওভারব্রিজ ব্যবহার না করায় ৫০ জনকে জরিমানা

প্রকাশিত: ০৪:৫৩, ২১ মার্চ ২০১৭

ফুটওভারব্রিজ ব্যবহার না করায় ৫০ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগর ট্রাফিক উত্তর বিভাগের জনসচেতনতা কর্মসূচীর অংশ হিসেবে মহাখালী ক্রসিংয়ে ফুটওভারব্রিজ ব্যবহারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম, গুলশান-ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল আলম, ট্রাফিক উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) ইয়াসমিন সাইকা পাশা, মহাখালী-ট্রাফিক জোনের কর্মকর্তা আশরাফ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। ওভারব্রিজের ওপর দিয়ে রাস্তা পারাপারের জন্য পথচারীদের অনুরোধ জানানো হয়। যারা আহ্বান অম্যান্য করে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন তাদের পুলিশ ধরে মোবাইল কোর্টে হাজির করেন। দিনভর মোবাইল কোর্টে ৫০ জনকে ২ হাজার ৬৫০ ঢাকা টাকা জরিমানা করা হয়। প্রবীর কুমার রায় বলেন, ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।
×