ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমার তদন্ত কমিশনের রোহিঙ্গা বস্তি পরিদর্শন

প্রকাশিত: ০৪:৪৩, ২১ মার্চ ২০১৭

মিয়ানমার তদন্ত কমিশনের রোহিঙ্গা বস্তি পরিদর্শন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমার সরকারের রাষ্ট্রীয় পরামর্শক আউং সান সুচি গঠিত আরাকানের সহিংসতা তদন্ত কমিশনের ১১ সদস্যের প্রতিনিধি দল সোমবার উখিয়ার বালুখালী নতুন রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছে। প্রতিনিধি দল নতুন আশ্রিত অন্তত ২০ জন নির্যাতিত নারী ও পুরুষের সঙ্গে কথা বলে এবং তা রেকর্ড করে। সোমবার সকাল সাড়ে ৯টায় রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণের জন্য মিয়ানমার সরকারের গঠিত তদন্ত কমিশনের প্রতিনিধি দলটি পরিদর্শনে আসে। এদিকে, মিয়ানমারের রাখাইনে উত্তর মংডুসহ বিভিন্ন এলাকায় সে দেশের সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার ভিটেমাটি ও বসতগৃহ হারানো উখিয়ার বালুখালী বনভূমির জায়গা দখল করে আশ্রিত রোহিঙ্গারা কমিশনের সম্মুখে ৬ দফা দাবি তুলে ধরে। পরিদর্শন শেষে বি ব্লকের এনজিও নির্মিত যাত্রীছাউনিতে বসে ১০ নারী ও ১০ পুরুষের একান্ত সাক্ষাত গ্রহণ করে প্রতিনিধি দল। এ সময় নির্যাতিত রোহিঙ্গারা তদন্ত কমিশনকে মিয়ানমারে তাদের পূর্ণাঙ্গ নাগরিকত্ব দিয়ে মাতৃভূমিতে ফেরত নেয়াসহ ৬ দফা দাবি তুলে ধরে রোহিঙ্গা নির্যাতনে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানায়। তদন্ত কমিশনের সদস্য সচিব জ্য মিন প্য, কমিশনের সদস্য ড. অং থুন তেথসহ ১১ সদস্য ছাড়াও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সদস্যসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি রবিবার পরিদর্শন করেছে উখিয়ার কুতুপালং নতুন রোহিঙ্গা বস্তি।
×