ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ভাংচুর

প্রকাশিত: ০৪:৪২, ২১ মার্চ ২০১৭

সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ মার্চ ॥ সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে তিনটি বসতঘর ভাংচুর করা হয়। সোমবার বেলা ১১টার দিকে বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, সালথা উপজেলা আওয়ামী লীগ স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরীর সমর্থক ও আয়মন আকবরের বিরোধী এ দুই অংশে বিভক্ত। বল্লভদী ইউনিয়নে আয়মন আকবরবিরোধী অংশের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্লা। ওই এলাকায় আয়মন আকবরের সমর্থক অংশকে নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেলোয়ার কাজী। তিন দিন আগে দেলোয়ার কাজীকে লাঞ্ছিত করে ইউনুস মোল্লার সমর্র্থকরা। এর জের ধরে সোমবার সকাল ১০টার দিকে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মোটরসাইকেলযোগে ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় আয়মন আকবরের সমর্থকরা ধাওয়া দেয়। এ সময় নুরুল ইসলাম দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হলেও হামলাকারীরা নুরুল ইসলামের ভাই মিরান মোল্লাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। হামলায় আহত মিরান মোল্লাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর পেয়ে নুরুল ইসলামের কয়েক শ’ সমর্থক দেশী অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করলে চারজন আহত হয় এবং তারা পালিয়ে যায়। পরে নুরুল ইসলামের সমর্থকরা আয়মন আকবরের পক্ষের সমর্থক জয়নাল আবেদীনের ভাই সোবাহান মোল্লা ও প্রতিবেশী মান্দার মোল্লার বাড়িতে হামলা চালিয়ে তিনটি বসতঘর ভাংচুর করে।
×