ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়কে মুক্তিযোদ্ধাসহ নিহত ৫

প্রকাশিত: ০৪:৪১, ২১ মার্চ ২০১৭

সড়কে মুক্তিযোদ্ধাসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে গৃহবধূ, গোবিন্দগঞ্জে ট্রাকের হেলপার, আমতলীতে মোটরসাইকেল আরোহী ও মাদারীপুরে মুক্তিযোদ্ধা এবং গৃহবধূ নিহত হয়। নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর: টাঙ্গাইল ॥ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন। সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার ভাতকুড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার ঘোড়াঘাট-দিনাজপুর সড়কের খলসীপাড়া সোমবার বিকেল ৩টায় এক সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার আমিরুল ইসলাম নিহত ও অপর হেলপার জসিম উদ্দিন আহত হয়েছে। তাদের বাড়ি ওই উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামে। জানা গেছে, রড বোঝাই ট্রাকটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই আমিরুল ইসলাম নিহত হয়। আমতলী (বরগুনা) ॥ আমতলী-কলাপাড়া মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাটে সোমবার সকালে বাস চাপায় ইমরান (২৬) নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে যাত্রীবাহী বাস কুয়াকাটায় যাচ্ছিল। অপরদিকে ইমরানকে বহনকারী মোটরসাইকেলটি পাশের রাস্তা (নোমারহাট) দিয়ে যাচ্ছিল। এ সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ইমরান নিহত হয়। মাদারীপুর ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ ২জন নিহত হয়েছে। রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার হাউসদি বাজারে ইজিবাইকের চাপায় রহিমা বেগম (৫৫) নিহত হয়েছেন। একই দিন সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার উকিলবাড়ি এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় এসকেন্দার খান (৬৫) নামে মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় তিনি রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিলেন।
×