ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৪০, ২১ মার্চ ২০১৭

টুকরো খবর

সন্ত্রাসী হামলায় আহত চেম্বার পরিচালকের মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সিরাজগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক আব্দুস সালাম সোমবার ভোরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে মারা গেছেন। তিনি মেডিক্যাল কলেজে চার দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ মার্চ সকালে শিয়ালকোলের শ্যামপুরে জমি সংক্রান্ত ঘটনায় একদল সন্ত্রাসী তাকে পিটিয়ে গুরুতর আহত করে। সোমবার বিকেলে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি কার্যালয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। জানা গেছে, সদর উপজেলাধীন শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামের শামসুলের সাথে সালামের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। ইয়াবাসহ আটক ২ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা সদর থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙা গ্রামের ইউসুফ আলী ও বাবু। গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, সকালে ওই দুই মাদক বিক্রেতা মোটরসাইকেলে চড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। উপজেলা সদরের মেডিক্যাল মোড়ে পুলিশের দল তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেয়া হয়। সেই সঙ্গে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। মাদ্রাসাছাত্রী ধর্ষিত স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলায় এক মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে রবিবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় বুধবার রাত ৮টায় বাড়িওয়ালার ভাতিজা রুবেল তাদের ঘরে প্রবেশ করে মাদ্রসার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে কথা আছে বলে পার্শ্ববর্তী ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে ধর্ষক রুবেল ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় রুবেল ধর্ষণের কথা কাউকে জানালে ওই ছাত্রীকে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। ধর্ষিতা ধর্ষণের কথা গোপন করলেও কয়েকদিন পর রুবেল ফের তাকে ধর্ষণের প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় রুবেল ক্ষিপ্ত হয়ে ধর্ষণের সময় তোলা কয়েকটি আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দেয়। শিক্ষকদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা প্রদান ও শিক্ষা জাতীয়করণের দাবিতে সোমবার বেলা সাড়ে এগারোটায় মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি দিয়েছেন জাতীয়-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা। নগরীর সদররোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে ফ্রন্টের বিভাগীয় সভাপতি অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, হেলাল উদ্দিন বিশ্বাস, শিবানী চৌধুরী, অধ্যাপক সামসুল আলম, ফিরোজ আহমেদ, অধ্যাপক আবদুস ছালাম, গৌরাঙ্গ চন্দ্র কু- প্রমুখ। পাটচাষী প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০মার্চ ॥ ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আলফাডাঙ্গায় একশ’ পাট চাষীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সোমবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পাট চাষীদের এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা পাট অধিদফতর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন। তিন গাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২০ মার্চ ॥ চুয়াডাঙ্গা- আলমডাঙ্গা সড়কের বোয়ালমারিতে একটি যাত্রীবাহী নৈশ কোচসহ ৩টি গাড়িতে ডাকাতি হয়েছে। এ ঘটনায় ২ জন আহত হয়েছে। এদের মধ্যে রয়েল পরিবহনের হেলপার আব্দুল হামিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির শিকার যাত্রীরা জানান, তাদের টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়া হয়েছে। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২০ মার্চ ॥ ধুরুং এলাকা থেকে রবিবার সন্ধ্যায় হান্নান (৩০) নামে সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন যাবৎ সে ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করে আসছিল। তার কাছ থেকে একটি বিদেশী অস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত ৪ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কোতোয়ালি থানায় কাজির দেউড়ি এলাকায় একটি কাঁচাঘরের ওপর নির্মাণাধীন পার্শ্ববর্তী ভবনের দেয়ালসহ নির্মাণসামগ্রী ধসে পড়ে আহত হয়েছেন ৪ জন। সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন সাংবাদিকদের জানান, এ ঘটনায় আহতরা হলেন-অভি দাশ, স্বদেব দাশ, অরূপ দাশ এবং টগর বালা। তারা সকলেই একই পরিবারের সদস্য। কাজির দেউড়ি এলাকায় এসএ পরিবহনের পাশে ধোপাপাড়া কসবা হাউস নামের নির্মাণাধীন আটতলা ভবন ধসে পড়ে এ ঘটনা ঘটে। আশুগঞ্জে ৪০ মেট্রিক টন চালসহ আটক ৫ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জে খাদ্য অধিদফতরের সিলযুক্ত ৪০ মেট্রিক টন চালসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। সোমবার সকালে উপজেলা সদর ইউনিয়নের আলমনগরের মক্কা-মদিনা এ্যাগ্রো ফুড রাইচ মিল থেকে র‌্যাব-১৪’র ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটকরা হলো রাইছ মিল মালিক কামাল মিয়া, ট্রাক চালক জসিম উদ্দিন, আবদুস ছাত্তার ও রানা এবং মুসলিম মিয়া। দুর্যোগ আশ্রয় কেন্দ্র নারীবান্ধব করার দাবি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ উপকূলীয় সুন্দরবন সংলগ্ন শ্যামনগরের দুর্যোগ আশ্রয় কেন্দ্রগুলো নারীবান্ধব করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শ্যামনগর প্রেসক্লাবে উপজেলা জনসংগঠন সমন্বয় কেন্দ্র, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় জনগোষ্ঠী সম্মিলিতভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইলাদুর্গত পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা সেলিনা বেগম। বক্তব্যে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে সর্বাধিক ঝুঁকিপূর্ণ শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে চার লক্ষাধিক মানুষের বাস। সাইক্লোন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে বাঁচতে চার লক্ষাধিক মানুষের জন্য এখানে রয়েছে ৫৬টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নেয়া নারী, শিশু ও প্রবীণদের জীবনে শুরু হয় অন্য এক দুর্যোগ। সম্মেলনে আশ্রয় কেন্দ্রগুলোতে নারী-পুরুষের আলাদা থাকা, খাওয়া, টয়লেট ও গোসলের ব্যবস্থা করা, পুরাতন আশ্রয় কেন্দ্রগুলো সংস্কার, সুপেয় পানি সরবরাহ, প্রতিবন্ধী ও বৃদ্ধদের জন্য র‌্যাম সিঁড়ি, প্রত্যেকটি আশ্রয়কেন্দ্রে অন্তত একটি করে হুইল চেয়ার ও ফাস্ট এইড বক্স সংরক্ষণ, সাইরেনের ব্যবস্থা, সংযোগ সড়কগুলো মজবুতকরণ ও সোলার সিস্টেম স্থাপনের দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধাদের অনুদানের চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ মার্চ ॥ চরভদ্রাসনে ৭৯ মুক্তিযোদ্ধার মাঝে এক লাখ ৮৩ হাজার সাত শ’ টাকার অনুদান চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের হাতে অনুদানের এ চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দিন খালাসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওমর ফারুক, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ। অবশেষে চাঁদা বন্ধ ॥ স্বস্তিতে চালক-মালিক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ মার্চ ॥ রেজিস্ট্রেশনবিহীন ভুঁইফোড় সংগঠনের নামে নাটোরে ইজিবাইক চালক-মালিকদের কাছ থেকে চাঁদা আদায় অবশেষে বন্ধ হয়েছে। ইতোমধ্যে স্বস্তি ফিরেছে চালক-মালিকদের মধ্যে। আর চাঁদা না দেয়ার জন্য পৌরসভা থেকে মাইকিং করা হয়েছে। এদিকে সোমবার সকালে চাঁদা তোলার সময় দুই চাঁদাবাজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ইজিবাইক চালক-মালিকরা। আটককৃতরা হলো- বেসপাড়া এলাকার আব্দুল জলিল এবং বড় হরিশপুর এলাকার তাহের আলী। এর আগে রবিবার অবৈধ সংগঠনের নামে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে থানা ঘেরাও করে বিক্ষুব্ধ ইজিবাইক চালক-মালিকরা। বাউফলে দোকান ভাংচুর নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ মার্চ ॥ কালাইয়া বন্দরের হেমায়েদ মিয়ার মোড় এলাকায় সোমবার দুপুরে আরাফাত স্যানিটারি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাশপাড়া এলাকার অটোচালক মনজু ভা-ারির নেতৃত্বে ৭-৮ জন অটোচালক ওই হামলা ও ভাংচুর করে। জানা গেছে, দুপুর দুটোর দিকে স্বপন মিয়া আরাফাত স্যানিটারি থেকে বিভিন্ন মালামাল ক্রয় করে মনজু ভা-ারির অটোরিক্সায় ওঠান। এ সময় অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ক্রেতা স্বপন মিয়ার সঙ্গে অটোচালক মনজু ভা-ারির কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। দোকান মালিক আরাফাত এসে দুজনকে থামানোর চেষ্টা করলে অটোচালক মনজু ভা-ারি আশপাশে থাকা ৭-৮ অটোচালককে ডেকে এনে আরাফাতের দোকানে হামলা চালায়। রংপুরে শুরু ১৬ দিনব্যাপী বইমেলা নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২০ মার্চ ॥ সম্মিলিত লেখক সমাজের আয়োজনে রংপুরে শুরু হলো ১৬ দিনব্যাপী বইমেলা। সোমবার দুপুরে রংপুর বইমেলা ২০১৭’র উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এবারের বইমেলায় ঢাকার ১৬টি প্রকাশনী এবং লিটলম্যাগ ও সাহিত্য সংগঠনসহ ৩৩টি স্টল রয়েছে। মেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুক্রবার বন্ধের দিনও মেলায় থাকছে শিশুদের জন্য শিশু প্রহর। শিশু প্রহর শুরু হবে সকাল ১১টায়। দুর্নীতির প্রতিবাদে প্রধান শিক্ষকের কক্ষে তালা নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২০ মার্চ ॥ ভাঙ্গুড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলীর অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। সোমবার দুপুরে বিক্ষুব্ধরা প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে বিদ্যালয় থেকে বের করে দিয়েছে। শিক্ষার্থীরা জানান, ‘শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ওয়াশ রুমের ব্যবস্থা না থাকা, নিষিদ্ধ গাইড বই পড়াতে বাধ্য করা, কোচিং বাণিজ্য, রেজিস্ট্রেশন, পরীক্ষা ফি অতিরিক্ত আদায় এবং উপবৃত্তি, স্কুলের অনুদান আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম করে আসছে প্র্রধান শিক্ষক। শিক্ষক ও স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক শওকত আলী কয়েক বছর ধরে তার নিকটতম ব্যক্তিদের নিয়ে ম্যানেজিং কমিটি করে তৎকালীন সভাপতির যোগসাজশে বিদ্যালয়ের আয়কৃত অর্থ আত্মসাত করে আসছেন।
×