ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে অস্ত্র লুট মামলা ॥ ৩২ জনের জামিন

প্রকাশিত: ০৪:৩৯, ২১ মার্চ ২০১৭

গোবিন্দগঞ্জে অস্ত্র লুট মামলা ॥ ৩২ জনের জামিন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ মার্চ ॥ রংপুর চিনিকলের আওতাধীন গোবিন্দগঞ্জ উপজেলার সাবেহগঞ্জ ইক্ষু খামারের পুলিশ ক্যাম্পে হামলা, ভাংচুর ও অস্ত্র লুটের মামলায় ভূমি উদ্ধার কমিটির ৩২ সাঁওতাল ও বাঙালীর জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে আসামিদের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশিদ জানান, ২০১৬ সালের ৯ আগস্ট ইক্ষু খামার এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাংচুর ও অস্ত্র লুটের অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত চার থেকে পাঁচশ’ বাঙালী ও আদিবাসীর নামে মামলা দায়ের করা হয়।
×