ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ৮ ফিশিং ট্রলারে জলদস্যুর হামলা

প্রকাশিত: ০৪:৩৮, ২১ মার্চ ২০১৭

কক্সবাজারে ৮ ফিশিং ট্রলারে জলদস্যুর হামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালী ও টেকনাফের অন্তত ৮টি ফিশিং ট্রলারে জলদস্যুরা লুটতরাজ চালিয়েছে। রবিবার রাতে টেকনাফ শাহপরীর দ্বীপের পশ্চিমে এবং মহেশখালীর অদূরে গুলিরদ্বারে বঙ্গোপসাগরে দস্যুতার শিকার হয়েছে ট্রলার ও মাঝিমাল্লারা। মহেশখালীর নুরুল আলম মেম্বার, আব্দুল গফুর, রাজু বহদ্দার, টেকনাফ শাহপরীর দ্বীপের বাজারপাড়ার কায়সার ও মাঝেরপাড়ার নুর হোসেনের মালিকানাধীন ফিশিং ট্রলারে হামলে পড়ে জলদস্যুরা। ফিশিং বোটের মালিক আবু ছৈয়দ কোম্পানির পুত্র নুরুন্নবী জানান, দস্যুরা তা-ব চালিয়ে মাঝি-মাল্লাদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে মাছ ছিনিয়ে নেয়। পরে বোটের ইঞ্জিন বিকল করে ভাসিয়ে দেয় সাগরে। জেলে ও বোট মালিক সমিতির একাধিক নেতা জানান, জলদস্যুর অত্যাচারে সর্বস্বান্ত হয়ে অনেকে পথে বসেছে। দস্যুদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে সোমবার সকালে মহেশখালী উপজেলা চত্বরে জেলে ও ট্রলার মালিকরা মানববন্ধন করেছে।
×