ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় বোমা হামলার দ্বিতীয় বার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:৩৮, ২১ মার্চ ২০১৭

মাগুরায় বোমা হামলার দ্বিতীয় বার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২০ মার্চ ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে মাগুরায় পেট্রোলবোমায় রওশন আলী, শাকিল, মতিন বিশ্বাস, ইয়াদুল শেখসহ পাঁচজন নিহতের ঘটনার দ্বিতীয় বার্ষিকী আজ। এই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয় এবং পুলিশ তদন্ত শেষে ২০১৫ সালের ১৬ আগস্ট ২৩ বিএনপি, ছাত্রদল, জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। মামলাটি বিচারাধীন। ২০১৫ সালের ২১ মার্চ রাতে মাগুরা যশোর ভায়া আড়পাড়া সড়কের সদর উপজেলার মগির ঢালে দুর্বৃত্তদের পেট্রোলবোমার আঘাতে ৯ শ্রমিক দগ্ধ হয় এবং পাঁচজন মারা যায়। হতাহতদের বাড়ি মাগুরার মালিক গ্রামে। তারা সকলে বালু শ্রমিক। আসামিরা হলেন- ছাত্রদলের রাজীব আহসান, আকরামুল হক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ, মনোয়ার হোসেন খান, মাসুদ হাসান খান কিজিল, জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস, সেক্রেটারি মুশতার শের বিল্লাহ প্রমুখ ।
×