ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় জামিন নিলেন এমপি বদি

প্রকাশিত: ০৪:৩৭, ২১ মার্চ ২০১৭

দুদকের মামলায় জামিন নিলেন এমপি বদি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি। চট্টগ্রামের বিশেষ আদালতে সোমবার উপস্থিত হয়ে তিনি জামিন প্রার্থনা করলে বিচারক সে আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, সিএমপির ডবলমুরিং থানায় ২০০৭ সালের ১৭ ডিসেম্বর এ মামলা দায়ের করেছিলেন দুদকের তৎকালীন উপ-পরিচালক আবুল কালাম আজাদ। মামলায় কক্সবাজারের আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদির বিরুদ্ধে ৫৬ লাখ ১১ হাজার ৫ শ’ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগ আনা হয়। তবে উচ্চ আদালতে আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত থাকে। গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট এ স্থগিতাদেশ তুলে দিয়ে আসামিকে এক মাসের মধ্যে নিম্ন আদালতের আত্মসমর্পণের নির্দেশ প্রদান করেন। সে অনুযায়ী এমপি বদি সোমবার চট্টগ্রামের বিশেষ জজ মীর রুহুল আমীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।
×