ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৈচিত্র্যময় ডিজাইনের পণ্য নজর কেড়েছে ক্রেতাদের

প্রকাশিত: ০৪:০৮, ২১ মার্চ ২০১৭

বৈচিত্র্যময় ডিজাইনের পণ্য নজর কেড়েছে ক্রেতাদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ গতানুগতিক ধারার বাইরে বৈচিত্র্যময় ডিজাইনের পণ্য তৈরি করে ক্রেতাদের নজর কেড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এসএমই ফেয়ারে নিজস্ব পণ্য বাজারজাতকরণের পাশাপাশি রফতানির অর্ডার পেয়ে খুশি উদ্যোক্তারা। তবে এ ধরনের মেলায় ভিন দেশের পণ্য যেন স্থান না পায় সেদিকেও নজর দেয়ার সুপারিশ তাদের। জামা, জুতা কিংবা শুধু ঘর গৃহস্থালির সামগ্রী শুধু নয়, পাটজাত পণ্য থেকে অর্গানিক ফুড, স্টলে থরে থরে সাজানো বাহারি দেশীয় পণ্যের সমাহারে খুশি, মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা। কালেকশন যেমন বৈচিত্র্যময় তেমনি দামও হাতের নাগালে। মেলায় নিজেদের পণ্যে পরিচিতি ও বিক্রির সুযোগ পেয়ে খুশি উদ্যোক্তারা। মিলেছে রফতানি অর্ডারও। তবে ব্যাংক ঋণ পেতে সমস্যার কথা জানান উদ্যোক্তারা। হস্তশিল্পে দক্ষতা থাকলেও উদ্যোক্তা হওয়ার পথ জানা থাকে না সবার। তাই একক চেষ্টায় যারা নিজেদের ভাগ্যে গড়েছেন, সেই উদ্যোক্তাদের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয়ে এসএমই ফেয়ারে আসেন অনেকে। বিদেশে রফতানি যোগ্য পণ্যের খোঁজে আসা প্রবাসী ব্যবসায়ীরও দেখা মেলে এই মেলা ঘুরে। ১৯টি জেলার ২০০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ২১৬টি স্টল নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২৩টি স্টল নারীদের। ২২ মার্চ শুরু হচ্ছে থাই পণ্যের প্রদর্শনী অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বল রুমে আগামী ২২ মার্চ শুরু হতে যাচ্ছে থাই পণ্যের প্রদর্শনী থাইল্যান্ড উইক ২০১৭। চার দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ২৫ মার্চ। সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মেলার বিস্তারিত জানান ঢাকার থাই ট্রেড সেন্টারের মিনিস্টার কাউন্সিলর (কমার্শিয়াল) সুয়েবাসাক ডাঙবুনরুয়েং ও বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সাজ্জাতুজ জুম্মা। যৌথভাবে এই মেলা আয়োজন করছে ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি), বাণিজ্য মন্ত্রণালয়, রয়্যাল থাই সরকার ও রয়্যাল থাই দূতাবাস। প্রদর্শনীতে থাকছে চিকিৎসা সেবা, কসমেটিকস, সৌন্দর্যবর্ধক, গার্মেন্টস ও ফ্যাশন সামগ্রী ইলেক্ট্রনিক্স, স্পা, জুয়েলারি, কনফেকশনারি, খাবার ও পানীয়, ভারী শিল্প, গৃহস্থালি ও আনুষঙ্গিক পণ্য। দুই ভাগে বিভক্ত এই প্রদর্শনী ২২ ও ২৩ মার্চ ব্যবসায়ীদের জন্য এবং ২৪ ও ২৫ মার্চ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স কমছে অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী বাজেটে কালো টাকার উৎস খুঁজে বের করার ব্যাপারে নির্দেশনা থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রবিবার রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউনটেন্টস বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানোর ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
×