ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মূলধন যন্ত্রপাতি আমদানি করবে প্যারামাউন্ট টেক্সটাইল

প্রকাশিত: ০৪:০৬, ২১ মার্চ ২০১৭

মূলধন যন্ত্রপাতি আমদানি করবে প্যারামাউন্ট টেক্সটাইল

বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ মূলধন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন ব্রান্ডের কিছু মেশিনারিজ কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি নতুন মেশিন আমদানি করার জন্য পূবালী ব্যাংক থেকে ঋণ সুবিধা নেবে। প্যারামাউন্ট টেক্সটাইল টয়োটা এয়ার জেট লুম, জেএটি৮১০, লাইয়ার স্টেনার, সাইজিং মেশিন এবং পিকনল রেপিয়ার ও এয়ারজেট বুনন মেশিন কিনবে। এই মেশিনগুলো জাপান, জার্মানি, ইতালি এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমদানি করা হবে। উল্লেখ্য, মূলধন মেশিনারিজ আমদানি করতে প্যারামাউন্ট টেক্সটাইলের যথাক্রমে ১৯ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ২০০ ইয়েন, ৬ লাখ, ৩ লাখ ৪৩ হাজার এবং ২৩ লাখ ২০ হাজার ৩০০ ইউরো ব্যয় হবে। অর্থনৈতিক রিপোর্টার অকারণে দর বাড়ছে পদ্মা লাইফের বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ২ মার্চ থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৩০ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৪৩ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। অর্থনৈতিক রিপোর্টার
×