ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৫৫টি শেয়ার সার্টিফিকেট হারিয়েছে এনসিসি

প্রকাশিত: ০৪:০৬, ২১ মার্চ ২০১৭

৩৫৫টি শেয়ার সার্টিফিকেট হারিয়েছে এনসিসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক (এনসিসি) তার হাতে থাকা ৩৫৫টি শেয়ার সার্টিফিকেট হারিয়েছে। বিষয়টি সকলের অবগতির জন্য জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসই জানায়, সার্টিফিকেট নং ০৮৩৬৬২ এবং ডিসটিঙ্ক নং ০৪১৮০৯২১-০৪১৮০৯৬৫ এর ৪৫টি শেয়ার; সার্টিফিকেট নং ০১০৬১৮৪ এবং ডিসটিঙ্ক নং ০৫৬২১৩৭১-০৫২৬১৪০৯ এর ৩৯টি শেয়ার; সার্টিফিকেট নং ০৮৩৬৬৮ এবং ডিসটিঙ্ক নং ০৪১৮১২১৬-০৪১৮১২৫৫ এর ৪০টি শেয়ার; সার্টিফিকেট নং ০১০৬১৯৫ এবং ডিসটিঙ্ক নং ০৫২৬১৯১০-০৫২৬১৯৪০ এর ৩১টি শেয়ার; সার্টিফিকেট নং ০৮৩৬৭৪ এবং ডিসটিঙ্ক নং ০৪১৮১৫০৬-০৪১৮১৫৫০ এর ৪৫টি শেয়ার; সার্টিফিকেট নং ০৮৩৬৮০ এবং ডিসটিঙ্ক নং ০৪১৮১৮০১-০৪১৮১৮৪০ এর ৪০টি শেয়ার; সার্টিফিকেট নং ০১০৬২১৭ এবং ডিসটিঙ্ক নং ০৫২৬২৯৮০-০৫২৬৩০১০ এর ৩১টি শেয়ার; সার্টিফিকেট নং ০৮৩৬৮৬ এবং ডিসটিঙ্ক নং ০৪১৮২০৯১-০৪১৮২১৩৫ এর ৪৫টি শেয়ার এবং সার্টিফিকেট নং ০১০৬২২৮ এবং ডিসটিঙ্ক নং ০৫২৬৩৫১১-০৫২৬৩৫৪৯ এর ৩৯টি শেয়ার হারিয়ে গেছে বলে জানিয়েছে এনসিসি ব্যাংক। ডিএসইর ভোট আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আসন্ন ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচনে আজ ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন প্রকার বিরতি ছাড়া অনুষ্ঠিত হবে ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচন। ভোট গণনা শেষে বিকেলে ফল জানাবে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে ডিএসইর ৫৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএমে)। এবারের ভোটে অংশ নিচ্ছেন সার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান, ধানম-ি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান খান, র‌্যাপিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হানিফ ভূইয়া ও কান্ট্রি স্টকের ব্যবস্থাপনা পরিচালক খাজা আসিফ আহমেদ। বর্তমান শেয়ারহোল্ডার পরিচালক খাজা গোলাম রসূল ও মোহাম্মদ শাহজাহানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে স্টক এক্সচেঞ্জ পর্ষদে দুটি পদ শূন্য হচ্ছে। ফলে এই দুই আসনের জন্য পরিচালক নির্বাচন হবে। যার জন্য ৪ জন ভোটে অংশ নেন।
×