ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ায় রকেট পরীক্ষা অগ্রগতির ইঙ্গিত ॥ সিউল

প্রকাশিত: ০৪:০৪, ২১ মার্চ ২০১৭

উত্তর কোরিয়ায় রকেট পরীক্ষা অগ্রগতির ইঙ্গিত ॥ সিউল

উত্তর কোরিয়ার রকেট ইঞ্জিন পরীক্ষাকে দক্ষিণ কোরিয়া একে একটি অর্থবহ অগ্রগতি হিসেবে অভিহিত করেছে। এর মাধ্যমে পরমাণু অস্ত্রধর দেশটি তাদের বিতর্কিত অস্ত্র তৈরির কর্মসূচী আরও জোরদার করেছে বলেও মত দেয় তারা। খবর এএফপির। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিন-উয়ী সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিন পরীক্ষা ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দেশটির ‘অর্থবহ অগ্রগতি’কেই তুলে ধরছে। তবে এ জন্য ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা ও হামলা করার ক্ষমতা নিয়ে আমাদের আরও বিশ্লেষণ করতে হবে। এটিকে জাপানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার অনুশীলন হিসেবে অভিহিত করা হয়। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর ধরন দেখে মনে হচ্ছে এ ক্ষেত্রে তারা অনেক এগিয়ে গেছে।’ মুখের কথায় চলবে টিভি কণ্ঠস্বর চালিত পরবর্তী প্রজন্মের ফায়ার টিভি স্টিক বাজারে আনছে আমাজন। এটি পাশে বসা বন্ধুকে বলার মতো করে বললেই তা চিহ্নিত করে টিভির উপযোগী তরঙ্গ তৈরি করে ফেলবে। আবার ভিডিওগুলো সামনে এগিয়ে দেখা বা পেছনে ফিরিয়ে দেখা দুটোই করা যাবে কণ্ঠস্বরের মাধ্যমে। ৪০ পাউন্ডের এই ফায়ার টিভি স্টিক বাজারে আসছে ৬ এপ্রিল। ইনডিপেনডেন্ট পেপার হাউস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে রকপোর্ট এলাকায় ১৯২২ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এলিস স্টেনম্যান ‘পেপার হাউস’ নামে একটি কাগজের বাড়ি নির্মাণ করেন। এই বাড়ি নির্মাণের সবকিছুতেই সংবাদপত্রের কাগজ ব্যবহার করা হয়েছে। বাড়িটির সব আসবাব তৈরি হয়েছে কাগজ দিয়েই, এমনকি জানালার পর্দা ও দেয়ালের ঘড়িতেও কাগজ ব্যবহার করা হয়েছে। বাড়িটি তৈরি করতে প্রায় ১ লাখ সংবাদপত্রের কাগজ ব্যবহার করা হয়েছে এবং সময় লেগেছে দুই বছর। ১৯৪২ সালে স্টেনম্যান মারা যাওয়ার পর বাড়িটি জাদুঘরে রূপান্তরিত হয়। -টাইম
×