ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তান প্রশ্নে হার্ডলাইন থেকে সরে গেলেন মোদি!

প্রকাশিত: ০৪:০৪, ২১ মার্চ ২০১৭

পাকিস্তান প্রশ্নে হার্ডলাইন থেকে সরে গেলেন মোদি!

দশদিনের ব্যবধানে ভারতীয় কর্মকর্তাদের দ্বিতীয় দফা পাকিস্তান সফরের মধ্য দিয়ে পরমাণু শক্তিধর দেশটির মধ্যে সম্পর্কের বরফ গলছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে জঙ্গী হামলার পর পাকিস্তান প্রশ্নে ভারতের অনমনীয় মনোভাবের তীব্রতা প্রকাশ ঘটে যখন নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ‘রক্ত আর পানি’ একই সঙ্গে প্রবাহিত হতে পারে না। ভারত সিন্ধু নদের পানি প্রত্যাহারের লক্ষ্যে উজানে বাঁধ নির্মাণের পরিকল্পনা কার্যকরে এগিয়ে আসে। সেই সিন্ধু নদের পানি প্রবাহ ও বণ্টন নিয়ে আলোচনার উভয় দেশের নদী কমিশনের বিশেষজ্ঞরা বৈঠক করছেন। এনিয়ে নানাজনের নানামত প্রকাশিত হচ্ছে। কেউ বলছেন উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যে প্রধানমন্ত্রীর দল শক্ত অবস্থানে থেকে ক্ষমতা সুসংহত করার পর মোদি এখন পররাষ্ট্র বিষয়ে অধিকতর মনোযোগী হয়েছেন। নিরপেক্ষা দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি সচেতন মানুষ মনে করেন, নরেন্দ্র মোদি প্রথমে কূটনৈতিকভাবে পাকিস্তানকে এক ঘরে করতে চেয়েছিলেন। উপমহাদেশের ক্ষুদ্র পরিসরে সার্ক দেশভুক্ত দেশগুলো নিয়ে পাকিস্তানে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলন বয়কটের মাধ্যমে তিনি কিছুটা সফলও হয়েছেন। কিন্তু বৃহত্তর পরিসরে তিনি ভিন্ন বার্তা পেয়েছেন বলে মনে হয়েছে। রাশিয়া ও চীন পাকিস্তান প্রশ্নে ভারতের সঙ্গে তাল মিলিয়ে চলতে আগ্রহী হয়নি। -এক্সপ্রেস ট্রিবিউন পৃথিবীতে ফিরে এলো কার্গো যান স্পেসএক্স পুনরায় ব্যবহারযোগ্য স্পেসএক্সের কার্গো যান নিরাপদে পৃথিবীতে ফিরেছে। এটি রবিবার প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এর মধ্যদিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) নভোচারীদের কাছে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ মিশন শেষ হলো। ড্রাগন ক্যাপসুল নামের এ কার্গো যানে করে গত ২৩ ফেব্রুয়ারি নাসার নভোচারীদের জন্য দুই মেট্রিক টনেরও বেশি খাদ্য সামগ্রী এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহের পর প্রায় এক মাস ধরে এটি মহাকাশ কেন্দ্রে ভেড়ানো অবস্থায় ছিল। যানটি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ছেড়ে আসার আগে মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি অবস্থার ব্যাপারে চালানো পরীক্ষার গবেষণা নমুনা এবং নষ্ট পুরনো যন্ত্রপাতি এ কার্গো যানে তুলে দেন নভোচারীরা। -এএফপি
×