ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্যারিসে হামলাকারীর রক্তে মাদকের অস্তিত্ব শনাক্ত

প্রকাশিত: ০৪:০৩, ২১ মার্চ ২০১৭

প্যারিসে হামলাকারীর রক্তে মাদকের অস্তিত্ব শনাক্ত

প্যারিসের অর্লি বিমানবন্দরে শনিবার দায়িত্বরত সৈন্যদের ওপর হামলা চালানো নিহত বন্দুকধারীর রক্ত পরীক্ষায় মাদক ও নেশা জাতীয় দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। ৩৯ বছর বয়সী জায়েদ বিন বেলগাসেম বিমানবন্দরের এক সৈন্যের মাথায় বন্দুক ঠেকিয়ে বলেছিল, ‘সে আল্লাহর জন্য মরতে চায়’। সে এ সময় অপর সৈন্যদের পাল্টা গুলিতে নিহত হন। প্যারিস প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, বন্দুকধারীর মরদেহের ময়নাতদন্তের সময় টক্সিকোলজি পরীক্ষায় তার রক্তে ক্ষতিকারক কোকেন ও গাঁজার অস্তিত্ব পাওয়া যায়। বেলগাসেমের শরীরের প্রতি লিটার রক্তে মাদকের মাত্রা ছিল ০ দশমিক ৯৩ গ্রাম। ফ্রান্সে এই মাত্রা গাড়ি চালানোর বৈধ সীমার চেয়ে দ্বিগুণ। কারাগারে থেকেই সে উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়ে এবং পুলিশের নজরদারিতে ছিল বলেও জানা গেছে। সে গোলাগুলিতে জড়িত ছিল এবং শনিবার অর্লির সেনা চৌকিতে হামলার আগে একটি কার ছিনতাই করে। অর্লি প্যারিসের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিঁস শনিবার জানান, সশস্ত্র ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। রবিবার ফ্রান্সের বেতার ইউরোপ ১-এ দেয়া এক সাক্ষাতকারে সন্দেহভাজন হামলাকারীর পিতা বলেন, বেলগাসেম মুসলিম অনুশাসন মানত না এবং মদপান করত। তিনি আরও বলেন, ‘আমার ছেলে সন্ত্রাসী ছিল না। সে কখনও নামাজ পড়ত না এবং মদ খেত। মদ ও গাঁজার প্রভাব এমনই যা একজনকে শেষ করে দেয়ার জন্য যথেষ্ট।’ ইউরোপ ১ তার নাম প্রকাশ করেনি। -ইন্টারনেট মার্কিন কূটনীতিককে নিউজিল্যান্ডের বহিষ্কার নিউজিল্যান্ড এক মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়। ওই কূটনীতিকের বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ ছিল। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। কিন্তু ওয়াশিংটন তার ওপর থেকে ‘কূটনীতিক হিসেবে দায়মুক্তি’ তুলে নিতে অস্বীকার করায় এ পদক্ষেপ নেয়া হলো। ওয়াশিংটন ওয়েলিংটনে নিযুক্ত ওই কূটনীতিকের ওপর থেকে ‘কূটনীতিক হিসেবে দায়মুক্তি’ তুলে না নেয়ায় নিউজিল্যান্ড কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি। -এএফপি
×