ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পুলিশের ব্লক রেইড ॥ আটক ৭

প্রকাশিত: ০৮:৫২, ২০ মার্চ ২০১৭

চট্টগ্রামে পুলিশের  ব্লক রেইড ॥  আটক ৭

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সীতাকুণ্ড ও মীরসরাইয়ে জঙ্গী আস্তানা খুঁজে পাওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শুরু হয়েছে পুলিশের ব্লক রেইড। নগরীর ডবলমুরিং থানা এলাকায় ব্লক রেইডে রবিবার দীর্ঘ দেড় ঘণ্টার অভিযানে পুলিশ সাত জনকে আটক করেছে। এরা মাদক ব্যবসা, মাদকসেবী ও চুরিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার অর্ধশত পুলিশ বিকেল থেকে পাহাড়তলী বাজার ও ভেলুয়ারদীঘি অভিযান শুরু করে। চিহ্নিত কিছু জায়গায় পুলিশের অবস্থান লক্ষ্য করেছে প্রত্যক্ষদর্শীরা। তবে এসব স্থানে অপরাধের সঙ্গে জড়িতদের অভয়ারণ্য ছিল বলে পুলিশের ধারণা। ফলে গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালায় পুলিশ। কিন্তু যাদের নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে দুয়েকজন ছাড়া অন্যরা হয়রানির শিকার বলে জানিয়েছেন স্থানীয়দের অনেকেই। এদিকে মীরসরাই-সীতাকু-সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গীদের আস্তানার সন্ধান পাওয়ার পর থেকে সিএমপিতে শুরু হয়েছে ব্লক রেইড। এদিকে ব্লক রেইডের অংশ হিসেবে শনিবার নগরীর লালখান বাজার মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। তবে সেখান থেকে কাউকে গ্রেফতার করা বা জঙ্গী সংশ্লিষ্টতায় কিছু উদ্ধার করতে পারেনি। কয়েক বছর আগে এ মাদ্রাসায় বোমা বিস্ফোরণসহ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মুফতি ইজাহার পরিচালিত এই মাদ্রাসাটি কওমী ঘরানায় কারণে ইসলামী মতাদর্শের কথা বলে ভেতরে জঙ্গী প্রশিক্ষণ ও বোমা তৈরির ও বিস্ফোরণের ঘটনায় আগেই চিহ্নিত হয়েছে। ফলে শনিবারের এ অভিযান ছিল জঙ্গী সম্পৃক্ততার সন্দেহে তল্লাশি। ডবলমুরিং থানা এলাকায় অভিযান প্রসঙ্গে ওসি মহিউদ্দিন সেলিম জনকণ্ঠকে জানান, পাহাড়তলী ডেবারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৬/৭ জনকে আটক করা হয়েছে। এরা সবাই চিহ্নিত মাদক বিক্রেতা ও চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। এছাড়াও এ অভিযানে কয়েক মাদকসেবীও আটক হয়েছে।
×