ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোবাইল এ্যাপ প্রতিযোগিতা

আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ মার্চ

প্রকাশিত: ০৮:৪৭, ২০ মার্চ ২০১৭

আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ দেশের তরুণ প্রজন্মকে মোবাইলভিত্তিক বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত করতে দ্বিতীয়বারের মতো ‘জাতীয় মোবাইল এ্যাপ্লিকেশন প্রতিযোগিতা-২০১৭ আয়োজন করা হচ্ছে। আইসিটি বিভাগ ও ওয়ার্ল্ড সামিট এ্যাওয়ার্ড যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করবে। আয়োজনে অংশ নিতে আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ মার্চ। আগ্রহী যে কেউ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তথ্যপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বেশি করে যুক্ত করার জন্য সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় মোবাইল এ্যাপ্লিকেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজনে অংশ নিতে এই লিংকে প্রবেশ করে নিবন্ধন ও আবেদনপত্র জমা দিতে হবে। প্রতিযোগিতায় যে কোন ধরনের মোবাইলভিত্তিক এসএমএস, আইভিআর, এ্যাপ্লিকেশন, গেইম প্রকল্প নিয়ে অংশ নিতে পারবেন।
×