ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনায় নিহত ২

চন্দ্রিমা উদ্যানে কৃষ্ণচূড়ার ডাল ভেঙ্গে মোটর সাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ০৮:৪২, ২০ মার্চ ২০১৭

 চন্দ্রিমা উদ্যানে কৃষ্ণচূড়ার  ডাল ভেঙ্গে মোটর সাইকেল আরোহীর  মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেকপাড়ের কৃষ্ণচূড়ার ডাল ভেঙ্গে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে। বাড্ডায় রিমা (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, সকালে চন্দ্রিমা উদ্যান লেক রোডে কৃষ্ণচূড়ার ডাল ভেঙে পড়ে মুজদুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম শামসুল হক। বাড়ি গাজীপুরের জয়দেবপুরে শেরে বাংলানগর থানার ওসি (তদন্ত) সোহরাব আল হোসেন জানান, নিহত মুজাহিদ পাইকপাড়া আহমেদনগরে থাকতেন। রবিবার সকাল দশটার দিকে সংসদ ভবনের পেছনে লেক পাড়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় লেকপাড়ের কৃষ্ণচূড়ার একটি ডাল তার মোটরসাইকেলের ওপর পড়ে। ডাল সরিয়ে মুজাহিদুলকে গুরুতর অবস্থায় উদ্ধার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুরে মহাখালীতে পাজেরো জিপের ধাক্কায় সুজানা আক্তার (৫) নামে এক শিশুর মমার্ন্তিক মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম সজিব মিয়া। বাড়ি ময়মনসিংহের মুক্তাগাজার সুজাতি গ্রামে। তারা মহাখালীর ডিএমআরসি ভবনের পাশের বস্তিতে থাকত। বনানী থানার এসআই বিশ্বজিৎ সূত্রধর জানান, দুপুর একটার দিকে মহাখালী ডিএমআরসি ভবনের সামনের গেটে পাশে শিশু সুজানা রাস্তার পাশে খেলছিল। এ সময় একটি পাজেরো গাড়ি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শনিবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া ব্রিজের ওপরে যাত্রীবাহী বাসের ধাক্কায় হুমায়ুন কবির (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত গুলিস্তান এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। নিহতের বাবার নাম মৃত শফিউদ্দিন আহমেদ। বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়। আত্মহত্যা ॥ বাড্ডায় রিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে পুলিশ দক্ষিণ বাড্ডার একটি ছয়তলা ভবনের পাঁচতলার একটি কক্ষ থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের স্বামীর নাম বিপুল মিয়া। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
×