ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০১ ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাঈদ খোকনের

প্রকাশিত: ০৮:২৮, ২০ মার্চ ২০১৭

১০১ ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাঈদ খোকনের

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণের (ডিএসসিসি) আওতাধীন ১০১টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মেয়র সাঈদ খোকন। রবিবার সকালে ধলপুর ক্লিনার কলোনির একটি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গা কার্যক্রম উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, ঐতিহ্যবাহী হলেও জননিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এসব ভবন ভাঙ্গার ক্ষেত্রে আরোপিত সরকারী বিধি-নিষেধ রয়েছে। তাই এক্ষেত্রে প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ প্রয়োজন। তবে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ডিএসসিসির সকল ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গার কাজ শেষ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শেখ সালাউদ্দিন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন নিউমার্কেট, বনলতা মার্কেট অত্যধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে উল্লেখ করে বলেন, ইতোপূর্বে মার্কেট কমিটি নিজেরাই এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছিল। তারা এ বিষয়ে ব্যবস্থা না নিলে ডিএসসিসি শীঘ্রই এ মার্কেট দুটির ব্যাপারে ব্যবস্থা নেবে।
×