ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৫৪ ট্যানারিকে জরিমানা শোধে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রকাশিত: ০৮:০৪, ২০ মার্চ ২০১৭

১৫৪ ট্যানারিকে জরিমানা শোধে হাইকোর্টের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ হাজারীবাগের ১৫৪ ট্যানারিকে পরিবেশের ক্ষতিপূরণের বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে চেম্বার আদালত। ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জমিন বাতিল করেছে আপীল বিভাগ। একইসঙ্গে আলোচিত এ মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে কক্সবাজারের কলাতলীতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্লট বরাদ্দ বাতিলের হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। রবিবার আপীল ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। হাজারীবাগের ১৫৪ ট্যানারিকে পরিবেশের ক্ষতিপূরণের বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে চেম্বার আদালত। চামড়া খাতের ব্যবসায়ীদের দুটি সংগঠনের করা আবেদন শুনে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করে এই আদেশ দেন। ৬ মাসের মধ্যে নিষ্পত্তি ॥ ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জমিন বাতিল করেছেন সুপ্রীমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে আলোচিত এই মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
×