ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনূস পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংককে বিভ্রান্ত করেছেন ॥ তোফায়েল

প্রকাশিত: ০৮:০৩, ২০ মার্চ ২০১৭

ইউনূস পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংককে বিভ্রান্ত করেছেন ॥ তোফায়েল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শেখ হাসিনার নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে এখন উন্নয়নের বিপ্লব। চারিদিকেই উন্নয়ন আর উন্নয়ন। মুন্সীগঞ্জেও সমানে উন্নয়ন হচ্ছে। ঢাকা থেকে মাত্র এক ঘণ্টায় মুন্সীগঞ্জে আসা যায়। ড. ইউনূসসহ দেশদ্রোহী কিছু মানুষ পদ্মা সেতু নির্মাণের বিরোধিতা করে বিশ্বব্যাংককে বিভ্রান্ত করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় পদ্মা সেতু নিজস্ব অর্থে তৈরি হচ্ছে। আগামী ’১৮ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে। বাংলাদেশ এখন উন্নয়নের বিস্ময়কর মডেল। তিনি বলেন, ডিজিটাল ও মধ্য আয়ের দেশ গড়া শেখ হাসিনার স্বপ্ন। ইতোমধ্যে দেশ ডিজিটালাইজড হয়েছে। গ্রাম শহরে পরিণত হয়েছে। ’২০ সাল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং ’২১ সাল স্বাধীনতার ৫০ পূর্তিকে কেন্দ্র করে অগ্রযাত্রা ছড়িয়ে পড়ছে। তিনি এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদে যাকেই নৌকা প্রতীক দেয়া হয় তাকেই জয়যুক্ত করার আহ্বান জানান। তার এই আহ্বানে উপস্থিত হাজার হাজার মানুষ দুই হাত তুলে সমর্থন জানায়। রবিবার সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সড়কে মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলহাজ মোহাম্মদ মহিউদ্দিনকে দেয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির ভাষণে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ আয়োজিত এই গণসংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘদিন পরে একই মঞ্চে ছিলেন জেলার চার সংসদ সদস্য। বিশেষ অতিথির ভাষণ দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান ও পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও গণসংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক শেখ লুৎফর রহমান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনার জবাবে আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এটি আমার জীবনের স্মরণীয় ঘটনা। জাতীয় নেতাসহ সকলে একত্রিত হয়ে যেভাবে অংশ নিয়ে বক্তব্য দিয়ে আমাকে সম্মান জানিয়েছেন তা মর্যাদা রক্ষার চেষ্টা করব। অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ। তাই সবাই মিলে দেশ ও জাতির কল্যাণে যেভাবে ঐক্যবদ্ধ ব্যাপক উপস্থিতিতেই তার প্রমাণ মেলে। তাই জাতির শত্রু বিএনপি-জামায়াত নিশ্চিহ্ন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে আমাদের দেশের রফতানি ৩৬ মিলিয়ন ডলার। আমাদের রিজার্ভ ৩২ মিলিয়ন ডলার, রেমিটেন্স ১৫ মিলিয়ন ডলার আমাদের বিদ্যুৎ উৎপাদন সাড়ে ১৫ হাজার মেগাওয়াট যা কোন সরকার করতে পারেনি। এটা বাংলাদেশে সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে। বঙ্গবন্ধু এ দেশের মানুষকে দিয়েছেন স্বাধীন দেশ। অথচ এই মহান নেতাকে হত্যা করে বাংলাদেশকে হত্যার চেষ্টা করা হয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ হাতে নিয়ে বাংলাদেশকে একটি সোনার বাংলায় রূপান্তর করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশন ’১৮ সালের শেষে বা ’১৯ সালের প্রথম দিকে নির্বাচনের তারিখ দেবেন সেই নির্বাচনে আওয়ামী লীগকে আপনারা বিজয়ী করবেন। ’২১ সালকে আপনাদের সামনে রাখতে হবে।
×