ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৃষ্টিহীনদের জন্য চশমা আবিষ্কার

প্রকাশিত: ০৫:২১, ২০ মার্চ ২০১৭

দৃষ্টিহীনদের জন্য চশমা আবিষ্কার

দৃষ্টিহীনদের জন্য দারুণ একটি আবিষ্কার করেছে ভারতের অরুণাচল প্রদেশের এক কিশোর। একাদশ শ্রেণীতে অধ্যয়নরত অনঙ্গ তাদর দৃষ্টিহীনদের জন্য আবিষ্কার করেছে বিশেষ এক চশমা। এর মাধ্যমে দুই মিটারের মধ্যে সবকিছু কোন সমস্যা ছাড়াই আঁচ পাবেন দৃষ্টিহীনরা। এটি তৈরিতে ইকোলেকশন পদ্ধতি ব্যবহার করেছে অনঙ্গ। চশমার দু’দিকে যে আল্ট্রাসাউন্ড সেন্সর লাগানো আছে তা দুই মিটার দূরত্বের মধ্যে যে কোন বাধাকে আঁচ করতে পারবে। আর শব্দের মাধ্যমে ব্যক্তিকেও সতর্ক করে দিতে পারবে। শব্দের পাশাপাশি এ বিশেষ চশমায় ভাইব্রেশন এ্যালার্ট সিস্টেমও রয়েছে, যাতে দৃষ্টিহীনতার পাশাপাশি কানে যারা কম শুনতে পায়, তারাও যেন বিপদ আঁচ করতে পারে। যদি কোনভাবে দু’পাশের সেন্সর নষ্ট হয়ে যায় তাহলে চশমার মধ্যে একটি ইনফ্রেয়ার্ড সেন্সরও যুক্ত রয়েছে বিপদ বোঝার জন্য। অনঙ্গের এ আবিষ্কার ইতোমধ্যে জাতীয় স্বীকৃতি পেয়েছে। তার আবিষ্কার বাজারে আনতে আগ্রহ দেখিয়েছে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন। -ওয়েবসাইট
×