ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তনু হত্যার বর্ষপূর্তি আজ ॥ মামলার তদন্তে অগ্রগতি নেই

প্রকাশিত: ০৫:২১, ২০ মার্চ ২০১৭

তনু হত্যার বর্ষপূর্তি আজ ॥ মামলার তদন্তে অগ্রগতি নেই

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ মার্চ ॥ দেশব্যাপী আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলো। ঘটনার পর থেকে তদন্তকারী সংস্থা একাধিকবার পরিবর্তন হলেও দীর্ঘ এসময়ে হত্যা রহস্যের মোটিভ উদ্ঘাটন করা যায়নি। ধীরে ধীরে এ মামলার কার্যক্রম অনেকটা ঝিমিয়ে পড়েছে। ঘাতকদের শনাক্ত করা কিংবা মামলার তদন্তে কোন অগ্রগতিও না থাকায় আলোচিত এ হত্যাকা-ের বিচার পাওয়া নিয়ে হতাশ তনুর বাবা-মা ও স্বজনরা। এদিকে তনুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার জেলার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তনুর মা। জানা গেছে, গত বছরের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তনুর মা আনোয়ারা বেগম বলেন, গত এক বছরেও খুনীদের কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি-কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদ বলেন, মামলাটির তদন্ত নিজস্ব গতিতে চলছে। তাই তদন্তাধীন এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।
×