ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবুজ রঙে কলিসিয়াম

প্রকাশিত: ০৪:৪২, ২০ মার্চ ২০১৭

সবুজ রঙে কলিসিয়াম

ইতালির রোমে অবস্থিত কলিসিয়াম খ্রিস্টের জন্মের ৮০ বছর আগে নির্মিত হয়। এটি এ যাবতকালের মধ্যে নির্মিত বৃত্তাকার ভবনগুলোর মধ্যে সর্ববৃহৎ। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে রোমে ছুটে যান হাজার হাজার পর্যটক। সম্প্রতি এক ধর্মীয় ছুটির দিনে এটিকে সবুজ রঙে রাঙানো হয়। এতে এর সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। -এএফপি সিলেরও চিকিৎসা স্পেনের মারিন বন্দরে সামুদ্রিক প্রাণী সিলকে শনিবার একটি ঝুপড়িতে রাখা হয়েছে। এটিকে জাহাজে করে নিয়ে তার আবাসস্থল আইরিশ উপকূলে রেখে আসা হবে। লুসিইরো নামের এই সিলটি অসুস্থ ছিল। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী গবেষণা প্রতিষ্ঠান সিমার সদস্যরা কয়েক মাস ধরে এর চিকিৎসা করে রোগ নিরাময় করেন। -এএফপি
×