ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এম আর খান শিশু হাসপাতালে ইলেক্ট্রিক ডেন্টাল চেয়ার উদ্বোধন

প্রকাশিত: ০৪:৪১, ২০ মার্চ ২০১৭

এম আর খান শিশু হাসপাতালে ইলেক্ট্রিক ডেন্টাল চেয়ার উদ্বোধন

শনিবার ডাঃ এম আর খান শিশু হাসপাতালের (সাবেক ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল, মিরপুর, ঢাকা) ডেন্টাল বিভাগে অত্যাধুনিক ইলেক্ট্রিক ডেন্টাল চেয়ার উদ্বোধন করেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি এ কে এম ইমদাদুল হক। এ সময় হাসপাতালের কোষাধ্যক্ষ ওবায়দুল কবির খান, অধ্যাপক ডাঃ মোঃ ফজলুল হক, ডাঃ নবকৃষ্ণ ঘোষ, ডাঃ মোঃ নূরুল ইসলাম, ডেন্টাল সার্জন ডাঃ সুমাইয়া শারমিন ও ডাঃ শামিমা নাসরিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই হাসপাতালে স্বল্প মূল্যে শিশু ও বড়দের দাঁতের সকল প্রকার চিকিৎসা করা হয়। -বিজ্ঞপ্তি এআইইউবিতে বিজ টেক চ্যালেঞ্জ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের উদ্যোগে এআইইউবি ক্যাম্পাসে সম্প্রতি এআইইউবি বিজ টেক চ্যালেঞ্জ ২০১৭-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ছিল ব্যবসা কার্যক্রম পরিচালনায় স্বয়ংক্রিয় তথ্য সিস্টেমের ব্যবহার। এআইইউবি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের আয়োজিত বিজ টেক চ্যালেঞ্জ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৩শ’ জন এবং দেশের নামকরা ১৭টি স্কুল কলেজের প্রায় ১৫০ জনের অধিক শিক্ষার্থী আন্তকলেজ পোস্টার উপস্থাপন ও নিত্য নতুন ব্যবসার উদ্ভাবনী ধারণা পেশ করেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ই-কমার্স ব্যবস্থা, ব্যবসায়ের কাজে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের অর্থনীতিতে এবং কর্মসংস্থানে তথা দেশের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে। বিজ টেক চ্যালেঞ্জ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কারমেন জেড ল্যামাগনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রবি এক্সিয়েটা লিমিটেডের ডিজিটাল সার্ভিসেসের কান্ট্রি হেড এম. মনজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান (এম-মানি) দেওয়ান নাজমুল হাসান। -বিজ্ঞপ্তি
×