ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমার তদন্ত কমিশনের কুতুপালং বস্তি পরিদর্শন

প্রকাশিত: ০৪:৪০, ২০ মার্চ ২০১৭

মিয়ানমার তদন্ত কমিশনের কুতুপালং বস্তি পরিদর্শন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমার সরকারের রাষ্ট্রীয় পরামর্শক আউং সান সুচি গঠিত আরাকানের সহিংসতা তদন্ত কমিশনের ছয় সদস্যের প্রতিনিধিদল রবিবার উখিয়ার কুতুপালং নতুন রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেছেন। ওসময় প্রতিনিধিদল নতুন আশ্রয় নেয়া অর্ধশতাধিক নির্যাতিত নারী ও পুরুষের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় প্রতিনিধিদল রোহিঙ্গাদের কথার (অভিযোগ) সঙ্গে একমত পোষণ করেনি। এছাড়াও মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোন কথা বলেনি তদন্ত কমিশন। প্রতিনিধিদলের সফরকালে ক্ষুব্ধ রোহিঙ্গারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। রবিবার দুপুর ২টার দিকে মিয়ানমার তদন্ত কমিশন কুতুপালং রোহিঙ্গা বস্তি পরিদর্শনকালে ব্যানারসহকারে শত শত রোহিঙ্গা কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসব অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানায়। আলোচনায় অংশ নেয়া রোহিঙ্গারা জানান, আরাকানের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা সম্পর্কে জানতে চাইলেও তদন্ত কমিশন একবারও রোহিঙ্গারা মিয়ানমার ফিরে যাবে কিনা- জানতে চায়নি। তাদের নির্যাতনের কথাগুলো বোঝার চেষ্টাও করেনি। প্রতিনিধিদলের সঙ্গে কুতুপালং ক্যাম্প ইনচার্জ মোঃ শামসুদ্দোজা, উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী, উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়েরসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে রবিবার সকাল সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছে। পরে তারা কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেনের সঙ্গে আলাপ করেন। প্রায় এক ঘণ্টা আলাপকালে মিয়ানমার বাংলাদেশের সম্পর্কের উন্নয়নসহ রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিনিধি দলটির প্রধান হচ্ছেন জ্যং মিন্ট পে। তার নেতৃত্বে সদস্যরা কক্সবাজার এসেছেন। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন তদন্তকারী দলের পাঁচ সদস্য ত্যং তুই থেট, তুন মায়ার্ট, নিয়াট সোয়ে, থেট থেট ঝিন, নিয়ান নাই ম্যান।
×