ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরেকটি শিরোপার হাতছানি ফেদেরারের

প্রকাশিত: ০৪:৩৩, ২০ মার্চ ২০১৭

আরেকটি শিরোপার হাতছানি ফেদেরারের

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ান ওপেন জিতে পাদপ্রদীপের আলোয় আসেন প্রায় হারিয়ে যাওয়া রজার ফেদেরার। মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে পরাজিত করে ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডসøাম জিতে শুধু নিজেকেই ছাড়িয়ে নিয়ে যান ফেড এক্সপ্রেস। এবার আরও একটি শিরোপা জয়ের হাতছানি সুইজারল্যান্ডের এই টেনিস তারকার। শনিবার সরাসরি সেটে সেমিফাইনাল জিতে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনাল নিশ্চিত করেন তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে রজার ফেদেরারের সামনে এখন তারই স্বদেশী স্টানিস্লাস ওয়ারিঙ্কা। ফলে নারীদের অল-রাশিয়ান ফাইনালের মতো পুরুষ বিভাগেও অল-সুইস ফাইনাল দেখার সুযোগ পেলেন টেনিসপ্রেমীরা। ইন্ডিয়ান ওয়েলসে এবার কঠিন সব প্রতিপক্ষকেই সামনে পেয়েছেন রজার ফেদেরার। কিন্তু কেউই তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সেমিফাইনালে তিনি ৬-১ এবং ৭-৬ (৭/৪) গেমে যুক্তরাষ্ট্রের জ্যাক সককে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন। ফাইনালে জিতলে রেকর্ড পঞ্চমবারের মতো ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা ঘরে তুলবেন ফেদেরার। এদিন টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে ইউএস ওপেন জয়ী ওয়ারিঙ্কা প্রথমবারের মতো ক্যালিফোর্নিয়ায় কোয়ার্টার ফাইনালের বাঁধা পার করেন। এদিন তিনি ৬-৩ এবং ৬-২ গেমে খুব সহজেই স্পেনের পাবলো কারেনো বুস্তাকে পরাজিত করে ফাইনালের টিকেট নিশ্চিত করেন। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান নিক কিরগিওসের কঠিন বাঁধার সম্ভাবনার সামনে ছিলেন ফেড এক্সপ্রেস। কিন্তু অসুস্থতার কারণে কিরগিওস নাম প্রত্যাহার করে নিলে কোর্টে না নেমেই সেমিফাইনালের টিকেট পান ফেদেরার। ফলে সেমিফাইনালের আগে বিশ্রামেই ছিলেন তিনি। চতুর্থ রাউন্ডে ফেদেরার ৬-২, ৬-৩ গেমে রাফায়েল নাদালকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। প্রথম সেটে সককে পরাস্ত করতে মাত্র ২১ মিনিট সময় নেন এই সুইস তারকা। সাবেক ফুটবলার নুরুল হুদা আর নেই রাজশাহী সোনালী অতীত ক্লাবের সাংগঠনিক সম্পাদক, ১৯৭০-৮০ দশকের সাবেক গোলরক্ষক নুরুল হুদা শনিবার রাজশাহীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি........ রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। নুরুল হুদা ১৯৭৫-১৯৮৪ সাল পর্যন্ত ঢাকায় প্রথম বিভাগ ফুটবল লীগে সাধারণ বীমা, ঢাকা মোহামেডান, ওয়ারী ও বি.আর.টি.সিসহ রাজশাহী জেলা দলের হয়ে খেলেছেন। তার মৃত্যুতে সোনালী অতীত ক্লাব গভীর শোক জানিয়েছে।
×