ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, এ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে আরেকধাপ এগিয়ে রিয়াল মাদ্রিদ, বার্সা ছাড়তে পারেন ইনিয়েস্তা!

এখনই শিরোপা নিয়ে ভাবছেন না জিদান

প্রকাশিত: ০৪:৩২, ২০ মার্চ ২০১৭

এখনই শিরোপা নিয়ে ভাবছেন না জিদান

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা জয়ের পথে আরও একটা বড়ধাপ পেরিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে এ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। প্রতিপক্ষের মাঠে রিয়ালের হয়ে গোল করেন ফরাসী ফরোয়ার্ড করিম বেনজামা ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। স্বস্তির এই জয়ে শিরোপা পুনরুদ্ধারে অনেকটা এগিয়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তবে এখনই তৃপ্তির ঢেঁকুর তুলতে রাজি নন দলটির কোচ জিনেদিন জিদান। জয়ের জন্য বেশ কষ্ট করতে হলেও পয়েন্ট তালিকায় শক্ত অবস্থানে পৌঁছে গেছে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার চেয়ে এগিয়ে গেছে ৫ পয়েন্টের ব্যবধানে। ২৭ ম্যাচ শেষে রিয়ালের ঘরে জমা হয়েছে ৬৫ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সিলোনা। অবশ্য রবিবার রাতে বার্সা নিজেদের ম্যাচ জিতলে ব্যবধান কমে আসবে দুই পয়েন্টে। সেক্ষেত্রে কাতালানদের একটি ম্যাচ বেশি খেলা হবে। চোটজর্জর এক দল নিয়ে বিলবাওয়ের মাঠ সান মামেসে আতিথ্য নিয়েছিল লস ব্লাঙ্কোসরা। প্রথমার্ধের ২৫ মিনিটে বেনজামার গোল হাসি ফোটায় রিয়ালকে। রোনাল্ডোর দারুণ এক পাসে সহজেই লক্ষ্যভেদ করেন ফরাসী ফরোয়ার্ড। বিরতির পর ৬৫ মিনিটে স্বাগতিকদের আনন্দে ভাসিয়ে সমতা ফেরান আর্টিজ আডুরিজ। সুবিধাজনক জায়গায় বল পেয়েও রাউল গার্সিয়া নিজে গোল না করে ঠেলে দেন আডুরিজের দিকে। তা থেকে মাথা ছুঁয়ে গোল করতে ভুল করেননি দরুণ ফর্মে থাকা এই ফুটবলার। তবে মিনিট তিনেক পরেই স্বাগতিকদের আনন্দ কেড়ে নেন মাদ্রিদের কাসেমিরো। ৬৮ মিনিটে আবারও রিয়ালকে এগিয়ে দেন তিনি। এই গোলেরও মূল কারিগর রোনাল্ডো। অনেক এগিয়ে থাকলেও শিষ্যদের সতর্ক থাকতে বলেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তার মতে, শিরোপা নিষ্পত্তির হিসেবটা এখনও শেষ হয়ে যায়নি। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় বার্সিলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান আমলে না নেয়ার কথা জানান জিদান। ফরাসী গ্রেট বলেন, জেতাটা গুরুত্বপূর্ণ ছিল- আমরা ভালভাবে এগিয়ে চলছি। এখনও ১১ ম্যাচ বাকি, আমরা শীর্ষে আছি। কিন্তু এর অর্থ কিছুই না। আমরা জানি, এখনও আমাদের সামনে কিছু কঠিন ম্যাচ আছে। সামনের ম্যাচগুলোতে বেশ ঘাম ঝরাতে হবে গ্যালাক্টিকোদের। সামনে রিয়ালকে খেলতে হবে এ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সিলোনা ও সেভিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। এ কারণে শিষ্যদের প্রশংসা করার পাশাপাশি রক্ষণ নিয়ে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন জিদান। বলেন, আমাদের আরও ভারসাম্য দরকার এবং আরও বেশি একসঙ্গে ডিফেন্ড করা দরকার। এদিকে বার্সিলোনায় নিজের ভবিষ্যত নিয়ে আন্দ্রেস ইনিয়েস্তাকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন ক্লাবটির কোচ লুইস এনরিকে। আগামী বছর বার্সার সঙ্গে তারকা এই মিডফিল্ডারের চুক্তির মেয়াদ শেষ হবে। সম্প্রতি নিজের ভবিষ্যত প্রসঙ্গে ইনিয়েস্তা জানান, ন্যুক্যাম্পে থেকেই ক্যারিয়ারে ইতি টানতে চান। সঙ্গে এটাও বলে রাখেন, দলে এখনও যদি নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয় তবেই নতুন চুক্তি করবেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, ইনিয়েস্তা এরই মধ্যে চাইনিজ সুপার লীগের দুটি ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এরমধ্যে একটি প্রস্তাব ছিল লোভনীয়। এতে রাজি হলে কর দেয়ার পর প্রতি মৌসুমে তার আয় হতো সাড়ে ৩ কোটি ইউরো। বার্সা বসের বিশ্বাস, বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী ইনিয়েস্তা নতুন একটি চ্যালেঞ্জ বিবেচনা করতে পারেন। যেমনটা বার্সিলোনার সাবেক তারকা জাভি করেছিলেন। এ প্রসঙ্গে এনরিকে বলেন, আপনাকে ইনিয়েস্তার কথায় বিশ্বাস রাখতে হবে। এমন অবস্থায় আপনি যখন ক্যারিয়ারের শেষটায় পৌঁছাবেন তখন দুটি বিকল্প থাকে। এক, বার্সায় থেকে অবসরে যাওয়া এবং অপরটি হলো জাভির মতো নতুন কিছুর চেষ্টা করা। কিন্তু এ ব্যাপারে কেবল ইনিয়েস্তাই সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরও বলেন, আমি মনে করি মৌসুমের শুরুতে আমরা ইনিয়েস্তার সেরাটা দেখেছি। তবে দুটি বড় চোটে ভুগতে হয়েছে তাকে। আবারও তাকে একই রূপে দেখা যাচ্ছে এবং আমাদের জন্য সে অনেক সুফল বয়ে আনবে।
×