ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেষদিনে আজ রাঁচি টেস্টের ফয়সালা

পুজারার ডাবল সেঞ্চুরিতে এগিয়ে ভারত

প্রকাশিত: ০৪:৩১, ২০ মার্চ ২০১৭

পুজারার ডাবল সেঞ্চুরিতে এগিয়ে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ চেতেশ্বর পুজারার ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির (২০২) ওপর ভর করে ৯ উইকেটে ৬০৩ রানে রাঁচি টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক ভারত। প্রথম ইনিংসে ৪৫১ রানে অলআউট সফরকারী অস্ট্রেলিয়া চতুর্থদিন শেষে ২৩ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে। ইনিংস হার এড়াতে স্টিভেন স্মিথদের আরও ১২৯ রান করতে হবে। তারপর লিড। অর্থাৎ জয় নিয়ে প্রশ্ন থাকলেও তৃতীয় টেস্টে অন্তত হারছে না বিরাট কোহলির দল। চার টেস্টের আলোচিত সিরিজটি ১-১এ চলমান। পুজারার ব্যাটিংয়ে ঋদ্ধিমান সাহা অনেকটা ঢাকা পড়ে গেছেন। অথচ ম্যাচে ড্রাইভিং সিটে বসতে আট নম্বরে নামা উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ১১৭ রানের ইনিংসের ভূমিকা অনেক। জাদেজা অপরাজিত ৫৪। সারাদিনে অসি বোলারদের হতাশায় ডুবিয়েছেন তিন ব্যাটসম্যান। আগেরদিন যেখানে শেষ করেছিলেন রবিবার চতুর্থদিনে সেখান থেকেই শুরু করেন পুজারা ও ঋদ্ধিমান। পুজারার ডাবল সেঞ্চুরির সঙ্গে সঙ্গেই তৃতীয় সেঞ্চুরিতে নাম লেখান ঋদ্ধিমান। ১১৭ রান করে স্পিনার স্টিভ ও’কেফের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২০২ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে নাথান লেয়নের শিকারে পরিণত হন পুজারা। ৫২৫ বল মোকাবেলা করেছেন। স্ট্রাইক রেট ৩৮.৪৭। ভারতীয়দের মধ্যে বেশি বল খেলে ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড এটি। ২১টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এর আগে ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিশতকের দেখা পেয়েছিলেন পুজারা। সেবার খেলেছিলেন অপরাজিত ২০৬ রানের ইনিংস। এর পরের বছর (২০১৩) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন। হায়দরাবাদ টেস্টে করেছিলেন ২০৪ রান। আর ঋদ্ধিমান তার ১১৭ রানের ইনিংস খেললেন ২৩৩ বলে। তাতে ছিল আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। বাকি কাজটি করেছেন সেই রবীন্দ্র জাদেজা। যিনি বল হাতেও এই টেস্টে অসাধারণ সফল। তার ব্যাট থেকে শেষ বেলায় আসে গুরুত্বপূর্ণ ৫৪ রান। কামিন্সের ৪ উইকেটের সঙ্গে ৩ উইকেট নিয়েছেন ও’কেফে। তবুও ভারত থামল ৬০৩-এ। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭.২ ওভারই ব্যাট করার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। তাতেও ২৩ রানে দু’উইকেট তুলে নিয়েছে ভারত। কারিগর সেই জাদেজা। যিনি প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও বল হাতে লড়াই শুরু করে দিলেন ব্যাট হাতে কিছুক্ষণ আগেই হাফ সেঞ্চুরি করা এই অলরাউন্ডার। জাদেজার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (১৪) ও নাইটওয়াচম্যান হিসেবে নামা নাথান লেয়ন (২)। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪৫১/১০ (১৩৭.৩ ওভার; রেন শ ৪৪, ওয়ার্নার ১৯, স্মিথ ১৭৮*, শন মার্শ ২, হ্যান্ডসকম্ব ১৯, ম্যাক্সওয়েল ১০২, ওয়েড ৩৭, কামিন্স ০, ও’কেফে ২৫, লেয়ন ১, হেজলউড ০*; ইশান্ত ০/৭০, যাদব ৩/১০৬, অশ্বিন ১/১১৪, জাদেজা ৫/১২৪) ও দ্বিতীয় ইনিংস ২৩/২ (৭.২ ওভার; ওয়ার্নার ১৪, রেনশ ৭*, লেয়ন ২; অশ্বিন ০/১৭, জাদেজা ২/৬)। ভারত প্রথম ইনিংস ৬০৩/৯ ডিক্লেঃ (২১০ ওভার; রাহুল ৬৭, বিজয় ৮২, পুজারা ২০২, কোহলি ৬, রাহানে ১৪, নায়ার ২৩, অশ্বিন ৩, ঋদ্ধিমান ১১৭, জাদেজা ৫৪*, যাদব ১৬; হ্যাজলউড ১/১০৩, কামিন্স ৪/১০৬, ও’কেফে ৩/১৯৯, লেয়ন ১/১৬৩, ম্যাক্সওয়েল ০/১৩)। ** চতুর্থদিন শেষে
×