ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যাটে তামিম, বলে মিরাজ

বছরের সেরা ব্যাটসম্যান সাকিব-মুশফিক

প্রকাশিত: ০৪:৩১, ২০ মার্চ ২০১৭

বছরের সেরা ব্যাটসম্যান সাকিব-মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ এবার শ্রীলঙ্কা সফরে টেস্ট বিজয়ের স্বপ্ন ও আত্মবিশ্বাস ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। অবশেষে নিজেদের ঐতিহাসিক শততম টেস্টে সেই বিজয়ের দেখা পেয়েছে মুশফিকুর রহীমের দল। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ক্রিকেটাররা। এরমধ্যে ব্যাটিং পারফর্মেন্সে এগিয়ে তামিম ইকবাল ও বোলিংয়ে তরুণ ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। যদিও দুই টেস্টের সিরিজে সার্বিক নৈপুণ্যে এগিয়ে আছেন স্বাগতিক শ্রীলঙ্কার ক্রিকেটাররাই। ব্যাটিংয়ে কুসাল মেন্ডিসের পর তামিম এবং বোলিংয়ে রঙ্গনা হেরাথের পর আছেন মিরাজ। অবশ্য এই সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। সে কারণে চলতি বছরের সেরা টেস্ট ব্যাটিং নৈপুণ্যের তালিকায় শীর্ষে আছেন সাকিব এবং দুই নম্বরে মুশফিক। এ বছর জানুয়ারি থেকে ব্যাটিং নৈপুণ্য বিবেচনা করলে বাংলাদেশের পেছনে আছে অন্যদেশের ব্যাটসম্যানরা। এ দু’জন পেছনে ফেলেছেন বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক ও হাশিম আমলার মতো ব্যাটসম্যানরা। এ বছর সাকিবের ব্যাট থেকে এসেছে ৫ টেস্টের ১০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ২টি ফিফটিসহ ৫৫০ রান, সর্বোচ্চ ২১৭। দ্বিতীয় স্থানে থাকা মুশফিক ৪ টেস্টের ৮ ইনিংসে ৮৫.৮৩ গড়ে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি হাঁকিয়ে আছেন দুই নম্বরে। ১৫৯ রান তার এ বছরের সেরা ইনিংস। তিন নম্বরে আছেন ভারতের চেতেশ্বর পুজারা। তিনি চলমান রাঁচি টেস্টে ২০২ রানের ইনিংস খেলায় এখন পর্যন্ত ৭ ইনিংসে ৪৮৫ রান করেছেন ৮০.৮৩ গড়ে। সেরা পাঁচে নেই ভারতীয় অধিনায়ক কোহলি। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ ৭ ইনিংসে ৪৩৩ রান করে আছেন ৫ নম্বরে। লঙ্কানদের বিরুদ্ধে সিরিজেও সাকিব-মুশফিক দুর্দান্ত ব্যাটিং করেছেন। সাকিব ৪০.৫০ গড়ে করেছেন ১৬২ রান। দেশের শততম টেস্টে তিনি প্রথম ইনিংসে করেন ১১৬ রান। আর মুশফিক প্রথম ইনিংসে ৫২ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২২ রান করেন। তবে ব্যাটিং নৈপুণ্যে তামিম এগিয়ে তাদের চেয়ে। তামিম ৫১.৭৫ গড়ে ২০৭ রান করে দুই টেস্টের সিরিজে দুই নম্বরে। আর বোলিংয়ে ১০ উইকেট শিকার করে দুইয়ে। তবে চলতি বছরে সারাবিশ্বে হওয়া টেস্ট খেলার পরিসংখ্যানে বাংলাদেশের বোলাররা বেশ পিছিয়ে। ৫ টেস্টে ১৭ উইকেট নিয়ে তালিকায় ৮ নম্বরে আছেন সাকিব। তিনিই বাংলাদেশের পক্ষে সবচেয়ে এগিয়ে। সমান টেস্টে ১৬ উইকেট নিয়ে ১০ নম্বরে আছেন মেহেদি হাসান মিরাজ। ৪ টেস্টে ২৫ উইকেট নিয়ে সবার ওপরে ভারতের রীবন্দ্র জাদেজা।
×