ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিজ সেরা-উদ্বেলিত অলরাউন্ডার সাকিব

প্রকাশিত: ০৪:৩০, ২০ মার্চ ২০১৭

সিরিজ সেরা-উদ্বেলিত অলরাউন্ডার সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ গল টেস্টে কিছুই করতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু কলম্বো টেস্টে বাংলাদেশের শততম টেস্টে এমন উজ্জ্বল নৈপুণ্য দেখালেন, ব্যাট ও বলে রাঙিয়ে তুললেন, সিরিজ সেরাই হয়ে গেলেন সাকিব। সিরিজের রাজা বানিয়ে ফেললেন নিজেকে। গল টেস্টে ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে ৩১ রান (২৩ ও ৮) করেন। বল হাতে নেন তিন উইকেট (১ ও ২ উইকেট)। দলও হারে ২৫৯ রানের বড় ব্যবধানেই। কিন্তু কলম্বো টেস্টে এমন সুবাতাস ছড়ান যে দল জয়ই পেয়ে যায়। প্রথম ইনিংসে তিনি যে ১১৬ রানের অসাধারণ ইনিংসটি খেলেন, সেই ইনিংসে শুরুতেই এগিয়ে থাকে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে যদিও ১৫ রানের বেশি করতে পারেননি। তবে বল হাতে প্রথম ইনিংসে ২ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করেন। তাতেই শ্রীলঙ্কা হারের খপ্পরে পড়ে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে জিতেও যায়। শততম টেস্টে জয় তুলে নেয়। সেই সঙ্গে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে কোন সিরিজে ১-১ ড্র করে সিরিজও শেষ করে। গল টেস্টে সাকিবকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কলম্বো টেস্টে এসে উজ্জ্বলতা ছড়ান। যেই উজ্জ্বলতা সাকিবকে অনেক উঁচুতে তুলে দেয়। ব্যাট ও বল হাতে অনন্য নজির গড়েন সাকিব। প্রথম ইনিংসে যখন সেঞ্চুরি করেন, তখনই এ বছর ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব গড়ে ফেলেন। বছর এখনও শেষ হতে অনেকদিন বাকি। আপাতত যে কয়টা মাস গেছে, তাতে সাকিব সবার ওপরে। ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন সাকিব। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ কিংবা ভারতের বিরাট কোহলিরা কিংবা কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নাররাও সাকিবের ধারে কাছে নেই। চলতি বছরে এখন পর্যন্ত সাকিব ৫ টেস্টের ১০ ইনিংস খেলেছেন। তাতে একটি ডাবল সেঞ্চুরিসহ দুটি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরিসহ ৫৫.০০ গড়ে ৫৫০ রান করেছেন। যেটি এ বছর এখন পর্যন্ত সেরার স্থানে আছে। এরপরের অবস্থানে অবশ্য বাংলাদেশেরই মুশফিকুর রহীম আছেন। তিনি ৮৫.৮৩ গড়ে ৫১৫ রান করেছেন। তৃতীয় স্থানে ভারতের চেতশ্বর পুজারা রয়েছেন। তিনি ৯০.৮৩ গড়ে ৪৮৫ রান করেছেন। চতুর্থ স্থানে থাকা ডিন এলগার ৬৬.৫৭ গড়ে ৪৬৬ রান করেছেন। পঞ্চম স্থানে রয়েছেন স্টিভেন স্মিথ। তিনি ৭২.১৬ গড়ে ৪৩৩ রান করেছেন। সেরা পাঁচের মধ্যেও নেই কোহলি, উইলিয়ামসন, ওয়ার্নাররা। সাকিব সেখানে সবার ওপরেই রয়েছেন। বল হাতেও সাকিব অনন্য। বিশ্বের সেরা বাঁহাতি স্পিনারদের কাতারে চলে এসেছেন সাকিব। সর্বকালের সেরা পাঁচ বাঁহাতি স্পিনারদের কাতারে এখন সাকিবের নাম রয়েছে। সাকিবের উইকেট শিকার সংখ্যা এখন ১৭৬। তাতেই পাঁচ নম্বরে অবস্থান করছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের চতুর্থদিনে বাংলাদেশকে ভোগানো সেঞ্চুরিয়ান করুনারতেœর উইকেটটি নিতেই সেই তালিকায় নাম লেখান সাকিব। টেস্ট ইতিহাসের বাঁহাতি স্পিনারদের রেকর্ড পাতায় তার সামনে আছেন কেবল চারজন স্পিনার। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ (৩৭২ উইকেট), নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টরি (৩৬২ উইকেট), ইংল্যান্ডের ড্যারেক আন্ডার উড (২৯৭ উইকেট), ভারতের বিষেন সিং বেদী (২৬৬ উইকেট) আছেন। সাকিব পাঁচ নম্বরে রয়েছেন। টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়া সাকিব একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই দেশের হয়ে ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ২১৭ রানের রেকর্ডটি গড়েছেন। দেশের শততম টেস্টে এসে এমনভাবেই জ্বললেন দলও জিতে গেল। সাকিব তাই বলেও দিলেন, ‘শ্রীলঙ্কায় টেস্ট জেতা দারুণ অনুভূতি। নিজেদের শততম টেস্টে জয় পেয়েছি। এ জয়ের চেয়ে ভাল কিছু নেই।’ সঙ্গে যোগ করেন, ‘যেভাবে আমরা দিন দিন উন্নতি করছি তাতে সামনে আমরা আরও ম্যাচ জিতব। দেশের মাটিতে আমরা ভাল সময় কাটাচ্ছি। হোম সিরিজের পাশাপাশি দেশের বাইরেও আমাদের আরও ভাল খেলতে হবে।’ রান তাড়া করা নিয়ে সাকিব জানান, ‘আমরা জানি, ২০০ রান তাড়া করা সম্ভব ছিল। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে রান করা সম্ভব। তবে আমরা চেয়েছিলাম তাদের ১৫০ রানের মধ্যে আটকাতে। ওদের নবম ও দশম ব্যাটসম্যান ভাল ব্যাট করেছে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জয় এটি। সহজ ছিল না। প্রথম টেস্টের পর আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। শততম টেস্টে জয় মিলেছে। দারুণ অনুভূতি।’
×