ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধান শিক্ষকের লাঠিপেটায় ১৮ শিক্ষার্থী জখম

প্রকাশিত: ০৩:৫১, ২০ মার্চ ২০১৭

প্রধান শিক্ষকের  লাঠিপেটায় ১৮  শিক্ষার্থী জখম

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৯ মার্চ ॥ মহাদেবপুরে এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ১৭ ছাত্রীসহ ১৮ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে। শনিবার ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের নিভৃত পল্লীতে অবস্থিত ভালাইন আলতাফুননেছা উচ্চ বিদ্যালয়ে। ঘটনায় অভিভাবকসহ এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। রবিবার ঘটনাটি জানাজানি হলে উপজেলা সদরে সাংবাদিক ও প্রশাসন মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। জানা গেছে, শনিবার বেলা ২টার দিকে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রধান শিক্ষক হুমায়ন কবির অষ্টম শ্রেণীর ছাত্রী বৃষ্টি, আশা, মিষ্টি, দিলরুবা, রতœা ও প্রদীপসহ ১৮ ছাত্রছাত্রীকে ডেকে নিয়ে লাঠি এবং স্টিলের স্কেল দিয়ে বেধড়ক মারপিট করে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশী ফাইমা বেগমসহ স্থানীয়রা এগিয়ে এসে নির্যাতিত শিক্ষার্থীদের উদ্ধার করে ডাক্তারদের কাছে চিকিৎসা দেয়। ওই মারপিটের ঘটনার পর প্রধান শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বেলা ৩টার দিকে নির্যাতিত শিক্ষার্থী ও তাদের পরিবারের লোকজন এবং বিক্ষুব্ধ গ্রামবাসী ভালাইন আলতাফুননেছা উচ্চ বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক হুমায়ন কবিরকে না পেয়ে সহকারী শিক্ষক জুয়েলকে লাঞ্ছিত করে। নির্যাতিত শিক্ষার্থী মিষ্টিসহ অন্যান্য শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার প্রধান শিক্ষকের উদ্যোগে অষ্টম এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বনভোজনের স্থান রংপুর জেলার ভিন্নজগতে যায়। বনভোজন উপলক্ষে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে চার শ’ টাকা করে চাঁদা হিসাবে প্রধান শিক্ষক গ্রহণ করেন। ওই পরিমাণ চাঁদার টাকা নির্যাতিত শিক্ষার্থীরা দিতে না পারায় তাদের বনভোজনে নিয়ে যাওয়া থেকে বিরত রাখেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের দাবিকৃত চার শ’ টাকা দিতে না পারার কারণে বনভোজনে বাদপড়া ১৮ ছাত্রছাত্রী শনিবার বিদ্যালয়ের পাশের এক বাড়িতে বনভোজনের আয়োজন করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক হুমায়ন কবির তাদের অকথ্য নির্যাতন করেন। ঘটনার সত্যতা স্বীকার করে ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তিনি ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার বলেন, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×