ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁদাবাজিতে অতিষ্ঠ অটোরিক্সা চালকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৪৯, ২০ মার্চ ২০১৭

চাঁদাবাজিতে অতিষ্ঠ  অটোরিক্সা চালকদের  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৯ মার্চ ॥ রেজিস্ট্রেশনবিহীন ভূঁইফোড় সংগঠন সদর থানা অটোবাইক মালিক সমিতির সদস্যদের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ ব্যাটারিচালিত অটো রিক্সাচালক ও মালিকরা। রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানা ঘেরাও করে অবিলম্বে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তারা। তবে সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। সূত্র জানায়, অটো চালকদের কল্যাণের কথা বলে সদর থানা অটো বাইক সমিতি নামের ভূঁইফোড় সংগঠনের নামে প্রতিমাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে একটি চক্র। অটো চালক-মালিকদের কাছ থেকে উত্তোলিত চাঁদার বেশিরভাগ টাকা চলে যাচ্ছে ক্ষমতাসীন লোকজনের পকেটে। সূত্রে আরও জানা গেছে, নাটোর পৌর শহরে প্রতিদিন প্রায় তিন হাজার ব্যাটারিচালিত অটোবাইক চলাচল করে। সদর থানা অটোবাইক সমিতির লোকজন ওইসব অটো চালকদের কাছ থেকে মাসে দুই শ’ টাকা আদায় করে থাকে। প্রতিমাসে অটো প্রতি দুই শ’ টাকা করে নিলে মাসে চাঁদার পরিমাণ দাঁড়ায় ৬ লাখ টাকা। নামসর্বস্ব এই সংগঠনের আইনগত কোন ভিত্তি না থাকলেও প্রশাসনিক হস্তক্ষেপ না থাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছে চাঁদা আদায়ের মহোৎসব। বিক্ষুব্ধ অটোচালক ও মালিকরা জানান, অটো চালককে ওই ভুঁইফোড় সংগঠনভুক্ত হতে হলে তাকে দুই থেকে তিন হাজার টাকা দিতে হয়। না দিলে সংগঠনভুক্ত হওয়া যায় না। তাছাড়া সংগঠনভুক্ত না হলে জোর করে গাড়ির চাবি কেড়ে আটকে দেয়া হয়। ফলে বাধ্য হয়ে চালক-মালিকরা টাকা দিয়ে সংগঠনভুক্ত হয়। এছাড়া সম্প্রতি ওই সংগঠন থেকে শহরের প্রতিটি স্থানে ভাড়া দ্বিগুণ করা হয়েছে। এই ভাড়ার তালিকা নিতেও সংগঠনের সদস্যদের টাকা দিতে হয়েছে। অথচ সংগঠনটি কল্যাণের কথা বলে চালকদের কাছ থেকে যে টাকা নিচ্ছে তা চালকদের কোন কাজে আসছে না।
×