ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিআই গ্যাস লাইন নিয়ে ভারতের ফের চিন্তা

প্রকাশিত: ০৩:৩৫, ২০ মার্চ ২০১৭

আইপিআই গ্যাস লাইন নিয়ে ভারতের ফের চিন্তা

তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এখন ইরান-পাকিস্তান-ভারতের (আইপিআই) গ্যাস পাইপ লাইন নিয়ে ভারতের ফের চিন্তা করার সময় এসেছে বলে জানিয়েছে দেশটির সংসদীয় প্যানেল। খবর বিজনেস স্ট্যান্ডাডের। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পর ২০০৮ সালে এই পাইপ লাইনের পরিকল্পনা থেকে সরে আসে ভারত। এর পরিবর্তে দেশটি তুর্কেমিনিস্তান থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে গ্যাস পাইপ লাইনের সঙ্গে যুক্ত হয়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের ব্যাপারে সংসদের স্থায়ী কমিটি এক বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়, ইরানের ওপর নিষেধাজ্ঞা উঠানোর পর আন্তর্জাতিক পরিবেশ এখন ভাল রয়েছে। সে কারণে এখন সরকারের ফের প্রকল্পটি নিয়ে ভাবা উচিত। তেলমন্ত্রী জানান, আইপিআই পাইপ লাইনে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র থেকে দিনে ৬০ মিলিয়ন কিউবিক মিটার ভারত ও পাকিস্তানে সরবরাহের পরিকল্পনা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×