ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চালের দাম বাড়ছেই

প্রকাশিত: ০৩:৩৫, ২০ মার্চ ২০১৭

চালের দাম বাড়ছেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেড়েই চলেছে চালের দাম। পর্যাপ্ত মজুদ থাকার পরও কেজিতে দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা পর্যন্ত। আর আগামী পহেলা বৈশাখের আগে এ দাম কমার আশা জাগাতে পারেননি আড়তদাররা। উল্টো তারা দায়ী করছেন, মিল মালিকদের। দিন দিন মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন হলেও, এখনও ভাতই বাঙালীর প্রধান খাবার। তাই চালের দাম সামান্য বাড়লেও এতে ভোক্তার প্রতিক্রিয়া হয় দ্রুত। বাজার পর্যালোচনা করে দেখা যায়, পর্যাপ্ত মজুদ থাকার পরও দফায় দফায় বাড়ছে এর দাম। আড়তদারদের দেয়া তথ্য অনুযায়ী, সব ধরনের চালেই গত একবছরে খুচরায় গড়ে দাম বেড়েছে কেজিতে আট থেকে ১০ টাকার মতো। স্বর্ণা চাল ২০১৬ সালের এই সময় বিক্রি হতো ২৪ থেকে ২৫ টাকা দরে সেই চাল এখন বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকায়। পারিজা বিক্রি হতো ২৮ টাকায়, এখন বিক্রি হচ্ছে ৩৮ টাকায়। মিনিকেট ৩৮ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৪৭ টাকা আর ৪৩ টাকার নাজির শাইল কিনতে হচ্ছে ৪৯ টাকায়। গত সপ্তাহের চাইতেও সব ধরনের চালে দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। পহেলা বৈশাখে নতুন চাল উঠার আগে দাম কমার সম্ভাবনা নেই বলে জানান তারা।
×