ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্ণাঢ্য উদ্বোধন

প্রকাশিত: ০৩:৩৪, ২০ মার্চ ২০১৭

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলার বর্ণাঢ্য উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ টেকসই ও পরিবেশবান্ধব শিল্পায়ন এ সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নে শিল্প খাতে গুণগত পরিবর্তন লক্ষণীয়। শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে জাতীয় শিল্পনীতি ২০১৬ প্রণয়ন করেছে। উদ্যোক্তা ও উৎপাদনবান্ধব পরিবেশ সৃষ্টি করাই এ শিল্পনীতির অন্যতম লক্ষ্য। এ নীতিমালার আলোকে শিল্প খাতের উন্নয়নে বিস্তারিত কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। বেসরকারী উদ্যোক্তাদের জন্য পৃষ্ঠপোষকতা ও নীতি সহায়তা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে নতুন নতুন শিল্প খাত সৃষ্টি হচ্ছে। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের ভূমিকা জোরদার হচ্ছে। জিডিপিতে শিল্প খাতের অবদান ক্রমেই বেড়ে চলেছে। রবিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২৫তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা (সিআইটিএফ-২০১৭) এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু এসব কথা বলেন। তিনি বলেন, ২০২১ সালের আগে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মিত হবে বলে সরকার আশা করছে। বাংলাদেশ দ্রুত উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে চলেছে। দেশের অর্থনৈতিক বুনিয়াদ অব্যাহতভাবে শক্তিশালী হচ্ছে। জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৭০ ডলারে উন্নীত হয়েছে। ফলে জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে। ক্রয় ক্ষমতার বিবেচনায় বাংলাদেশ বিশ্বের ৩২তম অর্থনৈতিক দেশ। এবারের বাণিজ্য মেলারও পার্টনার কান্ট্রি থাইল্যান্ড। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ও এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশে তৈরি জাহাজ ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ভারত ও পাকিস্তানে রফতানি হচ্ছে।
×