ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএটিভির প্রতিদিনের ধারাবাহিক ‘তুমি আছ তাই’

প্রকাশিত: ০৩:২৬, ২০ মার্চ ২০১৭

এসএটিভির প্রতিদিনের ধারাবাহিক ‘তুমি আছ তাই’

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম নন্দিত স্যাটেলাইট চ্যানেল এসএটিভিতে রবিবার থেকে শুরু হয়েছে প্রতিদিনের ধারাবাহিক ‘তুমি আছ তাই’। মাসুদ হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আহসানুল হাসান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, মাহমুদ সাজ্জাদ, ইলোরা গহর, আব্দুল্লা রানা, সাবেরী আলম মোতাহের, মনিরা ইউসুফ মেমী, মনির আহমেদ শাকিল, আশিক চৌধুরী, আনোয়ার হোসেন আনু, মাশিয়াত রহমান করিম, বীথি রানী সরকার, রিমু রেজা খন্দকার, হাসনাত রিপন, আসিব চৌধুরী, আমিরুল ইসলাম, হাসি মুন, মতিউল আলম, রাজীব রাজ, ঈসিতা চাকি, এটিএম রাসেল, সৌউদ চৌধুরী, জোয়ারদার সাঈফ, আলমগীর হোসেন, সানজিত ম-ল, সাইফ, রাহুল রাজু, রাজনসহ আরও অনেকে।নাটকের গল্পে তুলে ধরা হয়েছে সমকালীন সমাজের নানা চিত্র। বিশেষ করে নারী পুরুষের বৈষম্য শ্রেণী বৈষম্য, মানবিক ও নৈতিক অবক্ষয় ঠেকা করণীয় কী কী হতে পারে তার ইঙ্গিত দেয়া হয়েছে। বিশেষ করে আজকের পুরুষ শাসিত সমাজে নারীদের অবস্থানটা কোথায় তা আমরা সকলে ভাল করে জানি। সংসার সুখের হয় রমণীর গুণে, এই প্রবাদের আড়ালে তাদের জীবনের চাওয়া-পাওয়াগুলোকে গলাটিপে হত্যা করা হয় তার খোঁজ ক’জন রাখে? নারী কখনও মা, কখনও বোন আবার কখনও বা স্ত্রী হয়ে যে আত্মত্যাগ করে থাকে তা আমরা সহজেই ভুলে যাই। কিন্তু তাদেরও কিছু স্বপ্ন থাকে, থাকে জীবনে কিছু পাওয়ার আকাক্সক্ষা সেটা ক’জনের জীবনে সত্যি হয়? এই সব বিষয় নিয়েই এসটিভির প্রতিদিনের ধারাবাহিক ‘তুমি আছ তাই’।
×