ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সহিদ রাহমানের দেশের গানে ৮শিল্পী

প্রকাশিত: ০৩:২৫, ২০ মার্চ ২০১৭

সহিদ রাহমানের দেশের গানে ৮শিল্পী

স্টাফ রিপোর্টার ॥ বাঙালী জাতির জীবনে এক কাল রাতের গল্প যেমন আছে, তেমনি আছে দেশকে স্বাধীন করার নেশায় মত্তপ্রায় কোটি বাঙালীর স্বপ্নের কথা। মার্চ মাস স্বাধীনতার মাস। স্বাধীনতা দিবস উপলক্ষে সহিদ রাহমানের লেখা একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, পারভেজ সাজ্জাদ, পুতুল, পুলক, সাব্বির, রন্টি দাস, ঝিলিক ও বিন্দুকনা। গানটির সুর ও সঙ্গীতায়নে কাজ করেছেন ইবরার টিপু। সম্প্রতি তার নিজ স্টুডিওতে গানটি রেকর্ড হয়েছে। কবি ও গীতিকার সহিদ রহমান লেখা গানটিতে উঠে এসেছে ভাষা শহীদ ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের অবদানের কথা। আরও রয়েছে শহীদ জননী ও বিরাঙ্গনাদের অধিকারের কথা। গানের শিরোনাম ‘আমি সেই দিন ফিরে আসব স্বদেশের বুকে, যে দিন শহীদ স্মরণে প্রিয়তম স্বাধীনতাকে, আপন করে হৃদয়ে গেঁথে নেবে। গীতিকার সহিদ রাহমান বলেন, তরুণ প্রজন্মই হলো আমাদের দেশের আগামী দিনের কান্ডারি। তাই তরুণ প্রজন্মের বাঙালীদের মধ্যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি শহীদের অবদানের কথা তুলে ধরতে এই গানটি লিখেছি। আর শিল্পী হিসেবে তরুণদের বেছে নেয়ার কারণও এটা। যাতে এসব শিল্পীদের ভক্তদের কাছে গানটি সহজে পৌঁছে যায়। জানা গেছে, জোনায়েদ বিন জিয়ার পরিচালনায় গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে। শীঘ্রই এটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। গানটি তৈরি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণা। ইবরার টিপু বলেন, আমরা দেশকে ভালবাসি সব মাসে সমানভাবে। ১৯৭১ সালে মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিশেহারা বাঙালী জাতিকে মুক্তির পথ দেখাতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন বাঙালীর মনে নতুন রাষ্ট্র বাংলাদেশের বীজ রোপিত হয়। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। আৃমরা স্বাধীন একটি দেশ পেয়েছি, তাই এই স্বাধীনতার মাসে দেশত্মবোধের চেতনা বেশি কাজ করে সবার মাঝে। এমন একটি উপযুক্ত সময়ে দারুণ কথার একটি গান ভক্তদের উপহার দিতে পেরে খুব ভাল লাগছে। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, শহীদ জননী ও বিরাঙ্গনাদের অধিকারের কথা বুঝিয়েছেন গীতিকার সহিদ রাহমান। তাই গানের কথা শুনেই আমি মুগ্ধ হয়েছি। চেষ্টা করেছি গানটির সুর ও গায়কিতেও যেন সেই দেশপ্রেমের আবেদনটি থাকে। আশা করি গানটি সবার ভাল লাগবে।
×