ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদায় চাক বেরি!

প্রকাশিত: ০৩:২৫, ২০ মার্চ ২০১৭

বিদায় চাক বেরি!

সংস্কৃতি ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সঙ্গীতশিল্পী রক এ্যান্ড রোল কিংবদন্তিখ্যাত চাক বেরি আর নেই। শনিবার যুক্তরাষ্ট্রের মিজৌরির বাড়িতে এই শিল্পীর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মহান এই শিল্পীর মৃত্যুতে বিশ্ব সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সেইন্ট চার্লস কাউন্টি পুলিশের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানিয়েছে, দুপুরে তাকে অচেতন অবস্থায় পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘণ্টাখানেক পর মারা যান তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চাক বেরির পুরো নাম চার্লস এডওয়ার্ড এ্যান্ডারসন বেরি। মিজৌরির সেইন্ট লুইসে ১৯২৬ সালের ১৮ অক্টোবর এক মধ্যবিত্ত পরিবারে চাক বেরির জন্ম। ১৯৫০ এর দশকে গিটারে চাক বেরির চার বারের (কর্ড) সূচনা আর দ্রুত লয়ের লিরিক তারুণ্যের দ্রোহের প্রতীক হয়ে উঠেছিল। দীর্ঘ সাত দশকের ক্যারিয়ারে চাক বেরি ‘জনি বি গুড’ আর ‘রোল ওভার বিটোফেন’ এর মতো গান দিয়ে গেছেন, যা ইংরেজী গানের শ্রোতাদের যুগ যুগ মনে থাকবে। বলা হয়, চাক বেরি হলেন সেই শিল্পীদের একজন, যারা কৃষ্ণাঙ্গ জীবনের ছন্দ আর বিষাদকে সঙ্গীতের মধ্যে দিয়ে সব কিশোর-তরুণের লাইফস্টাইলে পরিণত করেছেন। কৈশোরেই স্কুলের কনসার্টে নিয়মিত বাজানো শুরু করেছিলেন চাক বেরি। কিন্তু একটি ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিন বছর তাকে সংশোধনাগারে কাটাতে হয়। পরে আরও কয়েকবার তাকে বিচারের মুখোমুখী হতে হয়েছে। ১৯৬২ সালে এক কিশোরীকে অনৈতিক উদ্দেশ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে নেয়ার অভিযোগে দুই বছর সাজা হয় তার। কর ফাঁকির অভিযোগে ১৯৭৯ সালে তাকে জেলে কাটাতে হয় ১০০ দিন। ১৯৮৮ সালে এক নারীকে ঘুষি মেরে মামলার মুখে পড়লেও পরে তিনি রফায় আসেন। চাক বেরির রেকর্ডিং ক্যারিয়ার শুরু হয় ১৯৫৫ সালে। ‘মেবেলিন’ নামের ওই এ্যালবাম তাকে খ্যাতি এনে দেয়। পরের কয়েক বছরে তার গান কিশোর তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। গিটার বাদনে অভিনবত্ব ও প্রাণবন্ত পরিবেশনার মাধ্য দিয়ে তখনকার আমেরিকান সমাজের শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ ভেদরেখা মুছে দিতে পেরেছিলেন চাক বেরি। একবার তিনি বলেছিলেন, আমি সেই গান করি যা তারা শুনতে চায়। যা তারা শুনতে এসেছে, তা যেন তারা পায়। সঙ্গীতে অবদানের জন্য ১৯৮৪ সালে তাকে গ্র্যামিতে আজীবন সম্মাননা দেয়া হয়। ১৯৮৬ সালে তার নাম যুক্ত হয় রক এ্যান্ড রোলের হল অব ফেইমে। চাক বেরির পরের প্রজন্মের বহু খ্যাতিমান শিল্পী তার গান গেয়েছেন। বিটলস আর রোলিং স্টোনসের মতো ব্যান্ড চাক বেরির গান পৌঁছে দিয়েছে তাদের সময়ের শ্রোতাদের কাছে। জন লেনন একবার বলেছিলেন, তুমি যদি রক এ্যান্ড রোলকে অন্য কোন নামে ডাকতে চাও, তুমি একে চাক বেরি ডাকতে পার।
×