ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অ ন্য র ক ম

প্রকাশিত: ০৩:২৪, ২০ মার্চ ২০১৭

অ ন্য র ক ম

প্রেমিকার জন্য উল্কাপি-! ভালবাসার মানুষকে প্রস্তাব দিতে কত কিছুই করে মানুষ। কেউ হীরা বা সোনার আংটি দেয়। কেউ দেয় ফুল। আরও অনেক অদ্ভুত কা-ও করে বসে প্রেমিকরা। তবে প্রেমিকার মন পেতে বিশাল কোন উল্কাপি- উপহার দেয়ার কথা নিশ্চয়ই আগে কেউ শোনেননি। চীনের এক লোক এমন এক কা- ঘটিয়েছেন। লিউ ফেই নামের ওই ভদ্রলোক তার প্রেমিকাকে ৩৩ মেট্রিক টন ওজনের এক আস্ত উল্কাপি- উপহার দিয়েছেন! গত ১৪ মার্চ চীনে এক রাস্তার পাশে তার প্রেমিকাকে নিয়ে যান লিউ। সেখানে এক হাঁটু ভাঁজ করে বসে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি একটি হৃৎপি- প্রেমিকার হাতে দিয়ে বিয়ের প্রস্তাব দেন লিউ। তার প্রেমিকা ‘হ্যাঁ’ বলার সঙ্গে সঙ্গেই লিউয়ের দুই বন্ধু রাস্তার মোড়ে পর্দায় মোড়ানো একটি অদ্ভুত পাথর খ- উন্মুক্ত করেন। সেটি কোন সাধারণ পাথর নয়, বরং একটি বিশাল উল্কাপি-। প্রেমিকাকে উপহার দিতে লিউ এই উল্কাপি-টি কিনেছেন ১ মিলিয়ন ইউয়ান অর্থাৎ ১ লাখ ৪৫ হাজার ডলার দিয়ে। এই অর্থ তিনি রেখেছিলেন নতুন একটি এ্যাপার্টমেন্ট কেনার জন্য। প্রেমের খাতিরে সেই ইচ্ছে জলাঞ্জলি দিয়েছেন। -ডেইলি মেল পরমাণুতেই তথ্য সংরক্ষণের উপায় একটি হার্ড ড্রাইভে এক বাইট তথ্য-উপাত্ত সঠিকভাবে সংরক্ষণ করে রাখতে হলে প্রায় ১ লাখ পরমাণুর প্রয়োজন হয়। কম্পিউটার প্রস্তুতকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম দাবি করছে তারা একটি পরমাণুতেই এক বাইট তথ্য-উপাত্ত সংরক্ষণ করতে পেরেছে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠানের গবেষকরা একটি পরমাণুর মধ্যেই তথ্য-উপাত্ত সংরক্ষণ করার কৌশল উদ্ভাবন করেছেন। এতে করে ভবিষ্যতে তথ্য-উপাত্ত সংরক্ষণের বিষয়টি আরও সহজ হবে বলে মনে করছেন গবেষকরা। এর মানে হলো ভবিষ্যতে আপনি ক্রেডিট কার্ড আকৃতির একটি ডিভাইসে ৩৫ লাখের মতো গান সংরক্ষণ করতে পারবেন। এ ছাড়া স্মার্টওয়াচে করেও আপনার সব তথ্য-উপাত্ত বহন করতে পারবেন আপনি। -ওয়েবসাইট
×