ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ১

প্রকাশিত: ০৮:২৩, ১৯ মার্চ ২০১৭

রাজধানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ১

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁও থানার ত্রিমোহনী ব্রিজের পাশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ যাত্রী। এদিকে কাফরুলে গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে মিরপুরগামী যাত্রী গ্যালাক্সি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খিলগাঁওয়ে ত্রিমোহনী নগদা খালের খাদে পড়ে যায়। এ সময় বাসের এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়। বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম জনকণ্ঠকে জানান, যাত্রীবাস খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নেমেছে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ভোরের দিকে কাফরুলে গাড়ির ধাক্কায় অজ্ঞাত (৪০) এক পথচারীর মৃত্যু হয়েছে। কাফরুল থানার এসআই ফেরদৌস আহম্মদ জানান, শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে কাফরুলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে দুপুর বারোটার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। এসআই জানান, নিহতের পরনে বেশ কয়েকটি জামা ছিল।
×